বাংলা নিউজ > ঘরে বাইরে > লকডাউন ৪.০: দেশের ৩০ পুর এলাকায় সবচেয়ে বেশি বিধিনিষেধ, তালিকায় রাজ্যের দুই : আধিকারিক

লকডাউন ৪.০: দেশের ৩০ পুর এলাকায় সবচেয়ে বেশি বিধিনিষেধ, তালিকায় রাজ্যের দুই : আধিকারিক

গাজিয়াবাদের একটি জাতীয় সড়ক দিয়ে হেঁটে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা (ছবি সৌজন্য রয়টার্স)

দেশের ৩০ টি পুর এলাকায় ৮০ শতাংশ করোনাভাইরাস আক্রান্তের হদিশ মিলেছে।

কলকাতা, দিল্লি, মুম্বই-সহ দেশের ৩০ টি পুর এলাকায় ৮০ শতাংশ করোনাভাইরাস আক্রান্তের হদিশ মিলেছে। সেজন্য চতুর্থ দফার লকডাউনে সেই জায়গাগুলিতে সবথেকে বেশি বিধিনিষেধ জারির পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

গত ২৪ মার্চ মধ্যরাত থেকে দেশে যে লকডাউন শুরু হয়েছে, তার তৃতীয় দফা শেষ হচ্ছে রবিবার মধ্যরাতে। ইতিমধ্যে লকডাউন বাড়ানোর ঘোষণা করা হলেও দিনসংখ্যা নিয়ে কেন্দ্রের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি। তৃতীয় দফার লকডাউনের শেষদিনই বিভিন্ন নিয়মকানুন, বিধিনিষেধের সংক্রান্ত বিষয় বিস্তারিত জানানো হবে।

নির্দিষ্ট কয়েকটি এলাকায় বাড়তি বিধিনিষেধ-সহ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোই লক্ষ্যই হতে চলেছে কেন্দ্রের। দেশের যে জেলাগুলিতে করোনা আক্রান্তের হদিশ মেলেনি (গ্রিন জোনভুক্ত জেলা), সেই জেলাগুলিতে তৃতীয় দফার লকডাউনে বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কড়া লকডাউন ধাপে ধাপে শিথিল করে কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর প্রক্রিয়া অবশ্য গত ২১ এপ্রিল থেকেই শুরু হয়েছে। ফলে বে বিষয়ে ইতিমধ্যে কেন্দ্রের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে।

তবে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, বাকি তিন দফার থেকে চতুর্থ পর্যায়ের লকডাউন অনেকটাই আলাদা হবে। বিধিনিষেধ শিথিলের ক্ষেত্রে রাজ্যগুলিকেও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। 

প্রাথমিকভাবে খবর, ১২ টি রাজ্যের ৩০ টি পুর এলাকায় সবথেকে বেশি বিধিনিষেধ লাগু থাকবে। সেই চিহ্নিত পুর এলাকার মধ্যে ১৩ টি রয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে। গুজরাত ও রাজস্থানে রয়েছে তিনটি করে পুর এলাকা এবং পশ্চিমবঙ্গে রয়েছে দুটি পুরনিগম এলাকা।

শনিবার ওই ১২ টি রাজ্যের পুর এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান। সেখানে সংশ্লিষ্ট এলাকার করোনা আক্রান্তের হার, মৃত্যু হার, আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার হার, প্রতি ১০ লাখ মানুষপিছু কত টেস্ট হয়েছে ইত্যাদি বিষয় খুঁটিয়ে জানেন। শহরের বাসস্থান নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকার বিষয়ে রাজ্যগুলিকে জানান সুদান। 

করোনা হটস্পট অর্থাৎ ৩০ টি পুর এলাকার নাম :

১) মহারাষ্ট্র : বৃহন্মুম্বই, থানে, পুণে, সোলাপুর, নাসিক, ঔরঙ্গাবাদ এবং পালঘর।

২) তামিলনাড়ু : গ্রেটার চেন্নাই, তিরুভাল্লুর, কুদ্দালোর, চেঙ্গালপাট্টু, আরিয়ালুর এবং ভিল্লুপুরম।

৩) গুজরাত : আমদাবাদ. সুরাত এবং ভদোদরা।

৪) রাজস্থান : জয়পুর, যোধপুর এবং উদয়পুর।

৫) পশ্চিমবঙ্গ : কলকাতা এবং হাওড়া।

৬) মধ্যপ্রদেশ : ইন্দোর এবং ভোপাল।

৭)  উত্তরপ্রদেশ : আগ্রা এবং মীরাট।

৮) তেলাঙ্গানা : গ্রেটার হায়দরাবাদ।

৯) অন্ধ্রপ্রদেশ : কুর্নুল।

১০) পঞ্জাব : অমৃতসর।

১১) ওড়িশা : বরহমপুর।

১২) দিল্লি।

ঘরে বাইরে খবর

Latest News

প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে ছবি করে কপালে চিন্তার ভাঁজ, বকেয়া পারিশ্রমিক উদ্ধারের আর্জি জানালেন ঋ ‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি! ৭২ ঘণ্টার মধ্যে সাকেতকে ১১ টি নোটিশ পাঠাল আয়কর, মোদীকে তীব্র আক্রমণ TMC সাংসদের RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.