বাংলা নিউজ > ঘরে বাইরে > Locket on Hasina: 'শুনছি হাসিনা ভারতে আসছেন.. প্রয়োজনে প্রধানমন্ত্রী মোদী নিশ্চয়ই হস্তক্ষেপ করবেন,' বক্তা লকেট

Locket on Hasina: 'শুনছি হাসিনা ভারতে আসছেন.. প্রয়োজনে প্রধানমন্ত্রী মোদী নিশ্চয়ই হস্তক্ষেপ করবেন,' বক্তা লকেট

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কী বললেন লকেট? . (ANI Photo) (Saikat Paul)

লকেট চট্টোপাধ্যায় বলেন,' বাংলাদেশে গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভে বহু মানুষ মারা গিয়েছেন। শেখ হাসিনা ভারতে এসেছেন বলে আমরা সংবাদমাধ্যম থেকে শুনছি।'

 

বাংলাদেশ থেকে ১০ কিলোমিটার দূরে ভারত সীমান্তে সি১৩০ এয়ারক্রাফ্ট ইতিমধ্যেই দেখা গিয়েছে। এই এয়ারক্রাফ্টের গতিবিধির দিকে নজর রেখেছে ভারত। সেখান থেকে ডাক এসেছে বলেও শোনা গিয়েছে। মনে করা হচ্ছে, এই এয়ারক্রাফ্ট বাংলাদেশের সদ্য ইস্তফা দেওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর হাসিনার ভারতে আসার জল্পনার মধ্যেই নরেন্দ্র মোদীকে নিয়ে বড় মন্তব্য করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

লকেট চট্টোপাধ্যায় বলেন,' বাংলাদেশে গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভে বহু মানুষ মারা গিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এসেছেন বলে আমরা সংবাদমাধ্যম থেকে শুনছি।' লকেট বলেন, ‘শেখ হাসিনা ভারতে এসেছেন, তার কারণ, তিনি বিশ্বাস করেন আমাদের দেশ নিরাপদ নরেন্দ্র মোদীর নেতৃত্বে। পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত। আমরা আশা করছি বাংলাদেশে স্বাভাবিক অবস্থা খুব তাড়াতাড়ি ফিরবে। আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই হস্তক্ষেপ করবেন প্রয়োজন হলে।’ 

এদিকে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে পশ্চিমবঙ্গের শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ আমি বাংলার জনগণকে সংযত থাকার আহ্বান জানাব। কেউ যেন উস্কানিতে লিপ্ত না হয়। বিষয়টি দুই দেশ জড়িত। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে এবং আমরা তাদের নির্দেশ অনুযায়ী কাজ করব।’ উল্লেখ্য, বাংলাদেশ থেকে শেখ হাসিনা রওনা হওয়ার পরই বেশ কিছু রিপোর্ট দাবি করে যে, সম্ভবত শেখ হাসিনা পশ্চিমবঙ্গে আসছেন। এদিকে, এর আগে, ২১ জুলাই মঞ্চ থেকে মমতা বলেছিলেন, বাংলাদেশের অসহায় মানুষ আমাদের দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব। এরপর তা নিয়ে বাংলাদেশের হাসিনা সরকার আপত্তি তোলে। কেন্দ্রও স্পষ্ট করে দিয়েছিল যে, এই বিষয়টি কেন্দ্রের ওপর যেন ছাড়া হয়। তারপরই এল মমতার এই বক্তব্য। এদিকে, এই পরিস্থিতিতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার খুব শিগগির গঠন হতে চলেছে বলে খবর। প্রসঙ্গত,  কিছু দিন আগে থেকে শুরু হওয়া কোটা আন্দোলনের পর  ৪ অগস্ট বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। তারপর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়। সেখানে শতাধিক মানুষ মারা যান। তার ২৪ ঘণ্টার মধ্যে সেদেশের প্রধানমন্ত্রী পদ থএকে ইস্তফা দিলেন শেখ হাসিনা।

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

কুলদীপ বাদ! মানতে পারছেন না মঞ্জরেকর, ভালো খেলেও চেন্নাই টেস্টে নেই সরফরাজ খান পেজারের পর ওয়াকিটকি, পকেটে পকেটে বিস্ফোরণ লেবাননে, মৃত ৩২, জখম ৩২৫০ মধুমিতার জীবনে এসেছে নতুন কেউ? কার নামে সিঁদুর পরছেন নায়িকা? 'আমি কি জনপ্রিয়?' ছেলের 'গুগলি' প্রশ্নে টলমল করিনা! জবাবে তৈমুরকে কী বললেন বেবো ‘আমি কি মুটিয়ে যাচ্ছি?’ বরকে সটান প্রশ্ন ক্যাটরিনার, কী জবাব দেন ভিকি কেন শুধু গয়াতে পিণ্ডদানের এত গুরুত্ব? কবে থেকে কে শুরু করেন এই প্রথা জেনে নিন কোয়েল-শুভশ্রীকে টক্কর দিয়ে কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর পায়েল ‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা! ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার সিনেমার হিরো নয়, নতুন প্রজন্মের আইডল RG Kar আন্দোলনের কিঞ্জল-অনিকেতরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.