অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টি লোকসভা স্পিকার পদের নির্বাচনে বিজেপি সাংসদ ওম বিড়লাকে সমর্থন করবে বলে জানা গিয়েছে। সংবাদ চ্যানেল এনডিটিভির রিপোর্টে এমনটা দাবি করা হয়েছে। আজ, বুধবার লোকসভা স্পিকারের জন্যে নির্বাচন হতে চলেছে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত হওয়া লোকসভা ভোটে বিজেপি-টিডিপি জোটের কাছে হারতে হয়েছে জগনকে। এর আগে বিগত পাঁচ বছরে বিভিন্ন ইস্যুতে মোদী সরকারকে বাইরে থেকে সমর্থন করে এসেছে ওয়াইএসআর কংগ্রেস। তবে এবারের নির্বাচনে বিজেপির কাছে হারের পর সেই সমীকরণ পালটাতে পারে বলে অনেকেই মনে করছে। তবে আপাতত লোকসভার স্পিকার নির্বাচনে সেই আগের সমীকরণ বজায় রেখেই বিজেপিকে সমর্থনের পথে হাঁটতে পারে জগনের দল। (আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে সামনে এল নয়া আপডেট, চিঠিতে করা হল বড় দাবি)
আরও পড়ুন: TMC-র হাত ধরে শুরু পথচলা, পরপর ৬টি হারের পর অবশেষে নিজের রাজনীতি ছাড়ছেন ভাইচুং
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা ভোটে অন্ধ্রের ২৫টি লোকসভা আসনের মধ্যে মাত্র ৪টিতেই জিতেছে জগনের ওয়াইএসআর কংগ্রেস পার্টি। এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্যের ২৫টি আসনের মধ্যে ২২টিতেই জিতেছিল জগনের দল। এরপর বিগত পাঁচবছরে অলিখিত ভাবে এনডিএ-কে বাইরে থেকে সমর্থন দিয়ে এসেছিল ওয়াইএসআর কংগ্রেস পার্টি। তবে চন্দ্রবাবু নাইডু দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে হাত মেলানোর পরে অন্ধ্রের রাজনীতিতে আসে বড় পরিবর্তন। সেখানে টিডিপির সঙ্গে পবন কল্যাণের জনসেনা এবং বিজেপি একসঙ্গে মিলে জোট গড়ে। আর বর্তমান এনডিএ সরকারে বিজেপি একা ম্যাজিক ফিগারে পৌঁছায়নি। তাই চন্দ্রবাবু নাইডু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে। এই সবের মাঝেই রাজনৈতিক অঙ্ক কষে বিজেপির প্রার্থীকেই সমর্থনের পথে হাঁটতে পারে জগনের দল।
উল্লেখ্য, এনডিএ-র স্পিকার প্রার্থী ওম বিড়লাকে জিতিয়ে আনার জন্যে বিজেপি এবং সহযোগীদের কাছে যথেষ্ঠ সংখ্যা আছে। এই আবহে জগনের সমর্থন না হলেও বিজেপির চলে যাবে। তবে বিজেপির সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েই জগন ওম বিড়লাকে সমর্থনের পথে হাঁটতে চাইছে বলে মত বিশ্লেষকদের। এর আগে গত ২০১৯ সালের লোকসভা ভোটের প্রাক্কলে তৃতীয় ফ্রন্ট গড়ার লক্ষ্যে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিলেন চন্দ্রবাবু নাইডু। আর তখন থেকেই কার্যত জগন ও বিজেপির 'সখ্যতা' শুরু হয়। তবে আনুষ্ঠানিক ভাবে কখনওই দুই দল হাত মেলায়নি। তবে বিজেপি-টিডিপি জোট ফের জোড়া লাগায় ওয়াইএসআরসি পার্টি গেরুয়া শিবির থেকে দূরে সরে যাবে বলেই মনে করা হয়েছিল।
প্রসঙ্গত, আজকের স্পিকার নির্বাচনে বিজেপির ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী হচ্ছেন কংগ্রেসের কে সুরেশ। এদিকে ভোটের অঙ্কে ওম বিড়লা অনেকটাই এগিয়ে। বিরোধীদের মোট সাংসদ সংখ্যা ২৩২। তাঁদের মধ্যে পাঁচনজন এখনও শপথ নেননি। এই আবহে তাঁরা ভোটও দিতে পারবেন না। আর এদিকে এনডিএ-র কাছে ২৯০-এর ওপরে সাংসদ আছে।