বাংলা নিউজ > ঘরে বাইরে > Alert: বায়ুমণ্ডলে প্রবেশ চিনা রকেটের ধ্বংসাবশেষ, কোথায় মিলল দেখা?

Alert: বায়ুমণ্ডলে প্রবেশ চিনা রকেটের ধ্বংসাবশেষ, কোথায় মিলল দেখা?

ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি (EASA) পূর্বাভাসের ভিত্তিতে উত্তর স্পেনের আকাশপথের একটি অংশে শুক্রবার সকাল থেকে উড়ান চলাচল বন্ধ করে দেয়। ফ্রান্সও স্থানীয় সময়ে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কর্সিকার দক্ষিণাংশে আকাশপথ বন্ধ করে দেয়।