বাংলা নিউজ > ঘরে বাইরে > Long Weekends in 2023: ঘোরার জন্য ২০২৩ সাল একেবারে সেরা! আছে ১৯ লম্বা উইকেন্ড, দেখুন পুরো তালিকা

Long Weekends in 2023: ঘোরার জন্য ২০২৩ সাল একেবারে সেরা! আছে ১৯ লম্বা উইকেন্ড, দেখুন পুরো তালিকা

২০২৩ সালে কমপক্ষে ১৯ টি লম্বা উইকেন্ড আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Long Weekends in 2023: জানুয়ারি থেকে ডিসেম্বর - ২০২৩ সালে কমপক্ষে ১৯ টি লম্বা উইকেন্ড আছে। যে সময় আপনি অনায়াসে শর্ট ট্রিপ করতে পারেন। তাতে মন-মেজাজ ভালো থাকবে। নিজেকে বাড়তি চাঙ্গাও লাগবে।

নতুন বছরে কবে ঘুরতে যাবেন, তা নিয়ে নির্ঘাত পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে তো কথাই নেই। কারণ ২০২৩ সালে কমপক্ষে ১৯ টি লম্বা উইকেন্ড আছে, যখন আপনি হেসেখেলে কোথাও ঘুরে আসতে পারবেন। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত লম্বা উইকেন্ডের তালিকা দেখে নিন -

১) ৩১ ডিসেম্বর, ২০২২: নতুন বছরের আগেরদিন শনিবার পড়েছে। ১ জানুয়ারি পড়েছে রবিবার। তাই শুক্রবার (৩০ ডিসেম্বর) অফিস সেরে তিনদিনের শর্ট ট্রিপের পরিকল্পনা করতে পারেন। তারপর ১ জানুয়ারি রাতের দিকে ফিরে সোমবার (২ জানুয়ারি) অফিস যেতে পারবেন।

২) ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, ২০২৩: নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে ছুটি থাকবে ২৩ জানুয়ারি (সোমবার)। এবার প্রজাতন্ত্র দিবসের দিনেই (২৬ জানুয়ারি, বৃহস্পতিবার) সরস্বতী পুজো পড়েছে। আবার সরস্বতী পুজোর আগেরদিনও (২৫ জানুয়ারি, মঙ্গলবার) ছুটি আছে। তাই মঙ্গলবার ছুটি নিলেই দিঘা, মন্দারমণি, পুরুলিয়ার মতো কোথাও ঘুরে আসতে পারেন।

৩) ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি ২০২৩: প্রজাতন্ত্র দিবস হওয়ায় ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) এমনিতেই ছুটি থাকবে। শুধু ২৭ জানুয়ারি (শুক্রবার) ছুটি নিলেই অনায়াসে চারদিনের জন্য কোথাও ঘুরে আসতে পারেন। কারণ ২৮ জানুয়ারি পড়েছে শনিবার। ২৯ জানুয়ারি পড়েছে রবিবার।

৪) ১৮ ফেব্রুয়ারি ও ১৯ ফেব্রুয়ারি, ২০২৩: যাঁদের অফিস শনিবারও (মূলত সরকারি কর্মচারী ও সরকারি স্কুলে পড়াশোনা শিশুদের ক্ষেত্রে) খোলা থাকে, তাঁরা এই সপ্তাহান্ত ঘুরে আসতে পারেন। শিবরাত্রির জন্য ১৮ ফেব্রুয়ারি (শনিবার) ছুটি আছে। পরদিন (১৯ ফেব্রুয়ারি) রবিবার। মাথাটাও একটু চাঙ্গা হবে।

৫) ৭ মার্চ থেকে ১২ মার্চ, ২০২৩: এই ছুটিটা বড় হতে পারে। তবে সেজন্য আপনাকে কমপক্ষে দু'দিন ছুটি নিতে হতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে দোল উপলক্ষ্যে ৭ মার্চ (মঙ্গলবার) এবং হোলি উপলক্ষ্যে ৮ মার্চ (বুধবার) ছুটি দেওয়া হয়েছে। তারপর ১১ মার্চ শনিবার এবং ১২ মার্চ রবিবার পড়েছে। সেক্ষেত্রে কেউ (যে সরকারি কর্মীদের শনিবারও ছুটি থাকে) যদি ৯ মার্চ এবং ১০ মার্চ ছুটি পেয়ে যান, তাঁদের একেবারে পোয়াবারো হবে। পাঁচদিনের জন্য কোথাও ঘুরে আসতে পারবেন। 

যে সরকারি কর্মচারীদের শনিবার ছুটি থাকে না, তাঁদের ক্ষেত্রে তিনদিনের ছুটি নিতে হবে। একইভাবে বেসরকারি ক্ষেত্রে চাকুরিজীবীদের পক্ষে পাঁচদিনের উইকেন্ড পাওয়া সমস্যার হবে। কারণ দোল বা হোলিতে একদিন ছুটি থাকবে। তাই আপনার যেমন ছুটি থাকবে, সেই অনুযায়ী কয়েকদিন ছুটি নিতে পারলে বড় সপ্তাহান্ত পেয়ে যাবেন।

৬) ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল, ২০২৩: এপ্রিলের শুরুতেই একটা ছোটোখাটো ট্রিপের পরিকল্পনা করতে পারেন। গুড ফ্রাইডে উপলক্ষ্যে ৭ এপ্রিল (শুক্রবার) ছুটি থাকবে। তাই বৃহস্পতিবার অফিস করেই বেরিয়ে পড়তে পারেন। একেবারে রবিবার বাড়ি ফিরে অফিসে চলে যান। তবে যাঁদের শনিবার অফিস থাকে, তাঁদের একটা ছুটি জোগাড় করতে হবে।

৭) ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল, ২০২৩: যাঁরা সরকারি চাকরি করেন, এই সপ্তাহান্তটা তাঁদের জন্য একেবারে উপযুক্ত। ১৪ এপ্রিল (শুক্রবার) বি আর আম্বেদরকরের জন্মজয়ন্তী বলে ছুটি থাকবে। বাংলা নববর্ষ বলে পরদিন তথা ১৫ এপ্রিল (শনিবার) ছুটি মিলবে। তাই ১৩ এপ্রিল অফিস সেরে কোথাও ঘুরে আসতে পারবেন।

৮) ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল, ২০২৩: ২২ এপ্রিল (শনিবার) ইদ পড়েছে। তার আগেরদিনও ছুটি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তাই তিনদিনের একটা ঘোরার পরিকল্পনা এখন থেকেই তৈরি করে রাখতে পারেন সরকারি কর্মচারীরা। 

৯) ৫ মে থেকে ৯ মে, ২০২৩: এবার বুদ্ধ পূর্ণিমা পড়েছে ৫ মে (শুক্রবার)। তাই বৃহস্পতিবার কাজ করে বেরিয়ে গেলে রবিবার (৭ মে) পর্যন্ত একটা ছোটোখাটো ট্রিপ হয়ে যাবে। আবার সরকারি কর্মীদের ছুটিটা আরও লম্বা হওয়ার সুযোগ আছে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী হওয়ায় ৯ মে (মঙ্গলবার) ছুটি থাকবে। তাই সোমবার (৮ মে) ছুটি জোগাড় করতে পারলেই কেল্লাফতে হয়ে যাবে। তবে যে সরকারি কর্মীদের শনিবার ছুটি থাকে না, তাঁদের পক্ষে কাজটা একটু কঠিন।

১০) ১৭ জুন থেকে ২০ জুন, ২০২৩: রথযাত্রা উপলক্ষ্যে ২০ জুন (মঙ্গলবার) ছুটি থাকবে। ১৭ জুন শনিবার এবং ১৮ জুন রবিবার পড়েছে। তাই ১৯ জুনের ছুটিটা জোগাড় করতে পারলেই মালামাল হয়ে যাবেন।

১১) ২৯ জুন থেকে ২ জুলাই, ২০২৩: চলতি বছরে বকরি ইদ পড়েছে ২৯ জুন (বৃহস্পতিবার)। ৩০ জুন (শুক্রবার) ছুটি পেলেই চারদিনের একটা শর্ট ট্রিপ সেরে আসতে পারবেন।

১২) ১২ অগস্ট থেকে ১৫ অগস্ট, ২০২৩: এবার ১৫ অগস্ট পড়েছে মঙ্গলবার। অর্থাৎ ১৪ অগস্ট (সোমবার) ছুটিতে অনুমোদন পড়ে গেলেই ১১ অগস্ট (শুক্রবার) অফিস করে বেরিয়ে পড়ুন। ১২ অগস্ট (শনিবার) থেকে ১৫ অগস্ট পর্যন্ত ছুটি কাটিয়ে ১৬ অগস্ট (বুধবার) অফিসে কাজে ফিরতে পারবেন।

১৩) ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর, ২০২৩: যে সরকারি কর্মীদের শনিবারও ছুটি থাকে, তাঁদের জন্য এটা সোনায় সোহাগা সপ্তাহান্ত। ফতেয়া-দোহাজ-দাহাম উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ছুটি থাকবে। ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) ছুটি পেলেই ২ অক্টোবর (গান্ধী জয়ন্তী, সোমবার) পর্যন্ত ছুটি কাটিয়ে আসতে পারবেন। 

যে সরকারি কর্মীদের শনিবার ছুটি নেই, তাঁদের অফিস থেকে দু'দিনের ছুটি জোগাড় করতে হবে। যদি তিনি সেটা না চান, তাহলে শনিবার হাফ-অফিস করে বেরিয়ে যেতে পারেন। তারপর একেবারে ঘুরে এসে মঙ্গলবার অফিস করতে পারবেন। আবার শুক্রবার অফিস করে বেরিয়ে যেতে পারেন বেসরকারি চাকুরিজীবীরা। তারপর সোমবার পর্যন্ত ছুটি থাকায় অনায়াসে শর্ট ট্রিপে যেতে পারবেন।

১৪) ১৪ অক্টোবর এবং ১৫ অক্টোবর, ২০২৩: যে সরকারি কর্মীদের শনিবার অফিস থাকে, তাঁরা এই সপ্তাহান্তে লাভবান হবেন। কারণ ১৪ অক্টোবর (শনিবার) মহালয়া পড়েছে। ফলে শুক্রবার অফিসের পর বেরিয়ে গিয়ে শর্ট ট্রিপ সেরে ফেলতে পারেন।

আরও পড়ুন: Weekend Trip: শীতে চলুন উত্তরবঙ্গর কমলালেবুর গ্রামে, মেঘ-কুয়াশায় কাটুক দিন

১৫) ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর, ২০২৩: দুর্গাপুজোর জন্য সরকারি কর্মীদের লম্বা ছুটি থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে, চতুর্থী থেকে ছুটি পড়বে। তারপর একেবারে লক্ষ্মীপুজো কাটিয়ে ৩০ অক্টোবর অফিস খুলবে। ফলে কেউ চাইলে পুজো নিজের বাড়িতে কাটিয়ে তারপর ঘুরতে যেতে পারেন। আবার পুজোর সময়ও ঘুরতে যাওয়ার সুযোগ আছে। 

তবে বেসরকারি ক্ষেত্রের কর্মীদের এত ছুটি থাকবে না। দুর্গাপুজোর ষষ্ঠী (২০ অক্টোবর) শুক্রবার পড়েছে। যদি আপনার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ছুটি থাকে, তাহলে পঞ্চমীতে (১৯ অক্টোবর, বৃহস্পতিবার) অফিস করে কোথাও ঘুরতে বেরিয়ে যেতে পারেন। তারপর একেবারে একাদশীতে (২৫ অক্টোবর) অফিসে যেতে হবে।

১৬) ১১ নভেম্বর থেকে ১৬ নভেম্বর, ২০২৩: এবার ১২ নভেম্বর (রবিবার) কালীপুজো পড়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে কালীপুজোর জন্য দু'দিন বাড়তি ছুটি দেওয়া হয়েছে - ১৩ নভেম্বর (সোমবার) এবং ১৪ নভেম্বর (মঙ্গলবার)। আবার ১৫ নভেম্বর (বুধবার) ভাইফোঁটা পড়েছে। পরদিন ভাইফোঁটার (১৬ নভেম্বর, বৃহস্পতিবার) বাড়তি ছুটি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেক্ষেত্রে যে সরকারি কর্মচারীদের শনিবার ছুটি থাকে, তাঁরা ১১ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ঘুরে আসতে পারেন। 

১৭) ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর, ২০২২: যে সরকারি কর্মচারীদের শনিবার ছুটি থাকে, তাঁদের জন্য এটা শর্ট ট্রিপের ভালো সময়। কারণ ছটপুজো উপলক্ষ্যে ১৯ নভেম্বর (রবিবার) এবং ২০ নভেম্বর (সোমবার) ছুটি থাকবে। যাঁরা শনিবারও ছুটি পান, তাঁরা ১৮ নভেম্বর থেকে তিনদিনের ট্রিপে ঘুরতে আসতে পারেন।

আরও পড়ুন: West Bengal School Holiday List 2023: গরমে ১০ দিন, পুজোয় ২৬ দিন - ২০২৩ সালে কবে কবে স্কুলে ছুটি? দেখুন পুরো তালিকা

১৮) ২৫ নভেম্বর থেকে ২৭ নভেম্বর: গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ২৭ নভেম্বর (সোমবার) ছুটি থাকবে। তাই শনিবার থেকে সোমবার পর্যন্ত একটা শর্ট ট্রিপ অনায়াসেই হয়ে যায়। যে সরকারি কর্মীরা শনিবার ছুটি পান না, তাঁরা ২৫ নভেম্বর অর্ধবেলার পর বেরিয়ে যেতে পারবেন। তারপর একেবারে মঙ্গলবার কাজে যোগ দেবেন।

১৯) ২৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর, ২০২৩: নয়া বছরে ক্রিসমাস পড়েছে সোমবার। অর্থাৎ শুক্রবার (২২ ডিসেম্বর) অফিসের পাঠ চুকিয়ে সোমবার পর্যন্ত ঘুরে আসতে পারবেন।

ঘরে বাইরে খবর

Latest News

বৃষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ এপ্রিলের রাশিফল মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ এপ্রিলের রাশিফল শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় কালিঘাটে রাজ্যপাল বোস, থাকবেন রাজভবনের পিস-রুমে তীব্র গরম–বৃষ্টি উপেক্ষা করেই লম্বা লাইন, উত্তরবঙ্গে গড় রক্ষাই চ্যালেঞ্জ বিজেপির কটাক্ষে বুড়ে আঙুল, ৬ বছরের ছোট রাতুলকে আজই বিয়ে রূপাঞ্জনার, কেমন সাজবেন বর-কনে? ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক বিজেপির ‘দ্বিতীয় বিকল্প’ তৃণমূল কংগ্রেস, নতুন লাইনে পুরনো ছন্দে হাঁটল বামফ্রন্ট ‘‌পানীয় জলের অপচয় করা ঠিক নয়’‌, মাসিক অধিবেশনে ক্ষোভ প্রকাশ করলেন মেয়র ১২ বছর পর বৃষ রাশিতে বৃহস্পতির প্রবেশ, ৩ রাশির জীবনে আসছে সুখ সমৃদ্ধির জোয়ার রাত থেকেই উত্তপ্ত কোচবিহার, সকালে দিনহাটায় মার খেলেন তৃণমূলের ব্লক সভাপতি

Latest IPL News

ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক IPL 2024: ইডেনে এবার সবুজ জার্সি পরে নামছেন কোহলিরা,চাইছেন নিজেদের ভাগ্যও বদলাতে PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.