চিনের মাটিতে বসে এক ফরাসী চিকিৎসক মরক্কোয় প্রস্টেট ক্যানসার আক্রান্ত এক রোগীর সফল অস্ত্রোপচার করলেন! সেই সময় রোগী ও তাঁর চিকিৎসকের মধ্যে ভৌগোলিক দূরত্ব ছিল ১২,০০০ কিলোমিটার!
কিন্তু কীভাবে রোগীর অস্ত্রোপচার করলেন ওই চিকিৎসক? সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে, ওই চিকিৎসক চিনের তৈরি একটি রোবট ব্যবহার করেই দূর নিয়ন্ত্রিত এই অস্ত্রোপচার করেছেন!
গত ১৬ নভেম্বর সফলভাবে দু'ঘণ্টার ওই অস্ত্রোপচার করেন ডা. ইউনেস আহাল্লাল। সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে নির্ধারিত সময়সীমার তুলনায় মাত্র ১০০ মিলিসেকেন্ড দেরি (লেট) করেন তিনি।
চিনা সংবাদ সংস্থা জিনহুয়ার দাবি, 'রাউন্ডট্রিপ ট্রান্সমিশন' দূরত্বের নিয়ম অনুসারে, এই অস্ত্রোপচার নয়া রেকর্ড কায়েম করেছে। কারণ, এই হিসাবে অনুসারে, অস্ত্রোপচারের সময় যে দুই পক্ষের মধ্যে বার্তার আদান-প্রদান হচ্ছিল, তাদের মধ্যেকার দূরত্ব (বার্তা যাওয়া এবং তার জবাব ফিরে আসার মিলিত দূরত্বের যোগফল) ৩০,০০০ কিলোমিটার ছাড়িয়ে যায়! সেই হিসাবে, এখনও পর্যন্ত এটিই পৃথিবীর সবথেকে লম্বা (দূরত্বের নিরিখে) দূর নিয়ন্ত্রিত অস্ত্রোপচার।
চিনা সংবাদ সংস্থার আরও দাবি, অত্যাধুনিক তৌমাই রোবটের মাধ্যমে এই অস্ত্রোপচার করা হয়েছে। এই রোবটের বৈশিষ্ট্য হল, রিয়েল টাইমে একেবারে সঠিকভাবে অস্ত্রোপচারের মাধ্যমের উপর নিয়ন্ত্রণ অটুট রাখতে পারে এবং অস্ত্রোপচারের অত্যন্ত উন্নতমানের ছবি ও ভিডিয়ো তৎক্ষণাৎ সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে পৌঁছে দেওয়া।
উল্লেখ্য, গত অক্টোবর মাসেই তৌমাই রোবটের সাহায্যে সাংহাই এবং বেনিনের কটোনউয়ের মধ্যে একটি অস্ত্রোপচার করা হয়েছিল। সেবার এক রোগীর বৃক্কনালীতে থাকা সিস্ট অস্ত্রোপচার করে বের করা হয়। সেক্ষেত্রে রাউন্ডট্রিপ ট্রান্সমিশন দূরত্ব ছিল ২৭,০০০ কিলোমিটার।
এবারের অস্ত্রোপচারটির ক্ষেত্রে এশিয়া মহাদেশের চিনের সাংহাই শহরে বসে ওই ফরাসী চিকিৎসক যেমন নির্দেশ দিচ্ছিলেন, সেই নির্দেশ মেনেই আফ্রিকা মহাদেশের মরক্কোর অপারেশন থিয়েটারে রাখা যন্ত্রমানবের হাত বা 'রোবটিক আর্ম' রোগীর অপারেশন করছিল!
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এই প্রক্রিয়ায় অত্যন্ত সফলভাবে ওই রোগীর প্রস্টেট টিউমারটি তাঁর শরীর থেকে কেটে বের করে আনা হয়। এবং তারপর একেবারে নির্ভুলভাবে রোগীর ভাস্কুলার-নার্ভ বান্ডিল সংরক্ষণ করা হয় এবং তাঁর মূত্রনালীর দৈর্ঘ্য বজায় রাখার পাশাপাশি ক্ষত অংশ সেলাইও করা হয়!
সংশ্লিষ্ট চিকিৎসক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই অপারেশন করার সময় তাঁরা কোনও ফাইভ-জি পরিষেবা ব্যবহার করেননি। বদলে একটি উন্নতমানের ব্রডব্যান্ডের সাহায্য নিয়েছেন। যার ফল - যতক্ষণ অস্ত্রোপচার চলেছে, রিয়েল টাইমে সেই অস্ত্রোপচারের ভিডিয়ো ফুটেজ পেতে কোনও সমস্যাই হয়নি।