বাংলা নিউজ > ঘরে বাইরে > Rahul Gandhi: ফের রাঁচির আদালতে উঠছে রাহুলের মামলা, ‘মোদীর পদবি’ সংক্রান্ত খোঁচার জের

Rahul Gandhi: ফের রাঁচির আদালতে উঠছে রাহুলের মামলা, ‘মোদীর পদবি’ সংক্রান্ত খোঁচার জের

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। (AFP)

২০১৯ সালের ২৩শে এপ্রিল প্রাক্তন কংগ্রেস নেতা ও আইনজীবী প্রদীপ মোদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে এই মামলা দায়ের করেছিলেন। ওই বছরই ৩রা মার্চ উলগুলানের সভায় মোদীকে নিশানা করে নানা মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী।

রাজ কুমার

সমস্ত চোরেদের নামকরণ কেন মোদীর নামে  হয়? রাহুল গান্ধীর এই বিবৃতিকে কেন্দ্র করে ফের শোরগোল পড়তে চলেছে। এবার ঝাড়খণ্ডে এমপি-এমএলএ কোর্টে রাহুলকে শুনানির মুখে পড়তে হতে পারে। 

সিভিল কোর্টের এক আইনজীবী জানিয়েছেন, শনিবার এমপি-এমএলএ কোর্ট তাঁর( রাহুল গান্ধী) বিরুদ্ধে ধারা আরোপ করেছে। 

এদিকে ৫০০ ধারা অনুসারে আদালত অভিযোগকারীকে একজন সাক্ষীকে হাজির করার কথা জানিয়েছে। 

এদিকে ২০১৯ সালের ২৩শে এপ্রিল প্রাক্তন কংগ্রেস নেতা ও আইনজীবী প্রদীপ মোদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে এই মামলা দায়ের করেছিলেন। ওই বছরই ৩রা মার্চ উলগুলানের সভায় মোদীকে নিশানা করে নানা মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। এরপর ৩০ সেপ্টেম্বর ২০২১ সালে গোটা ব্যাপারটি এমপি-এমএলএ কোর্টে পাঠানো হয়। 

তবে সেই আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি। 

রাহুল গান্ধীর আইনজীবী প্রদীপ চন্দ্র জানিয়েছেন,  আমি কোর্টে জানিয়েছি এই অভিযোগ ঠিক নয়। কোর্ট জানিয়েছে অভিযোগকারীকে প্রমাণ হাজির করতে। এবার ট্রায়াল হবে। আগামী ২৯শে জুলাই অভিযোগকারী সাক্ষীকে হাজির করবেন ও আমি সাক্ষীকে পালটা জিজ্ঞাসা করব। 

রাহুল গান্ধী সেদিন হাজির থাকবেন কি না সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঝাড়খণ্ড হাইকোর্ট তাঁকে ব্যক্তিগতভাবে হাজির হওয়া থেকে অব্যাহতি দিয়েছেন। তিনি আইনজীবী হিসাবে হাজির থাকবেন। 

এদিকে এক কংগ্রেস নেতা জানিয়েছেন, ২০১৯ সালের ভোটের প্রচারের সময় রাহুল গান্ধীর এই মামলাটি উঠেছিল। নরেন্দ্র মোদী, নীরব মোদী ও ললিত মোদীর কথা প্রসঙ্গেই সম্ভবত বলা হয়েছিল কেন সব চোরের পদবি মোদী হয়। 

এদিকে হিন্দুস্তান টাইমসের আগের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ঝাড়খণ্ড হাইকোর্ট কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে রাঁচির বিশেষ আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছিল যেখানে ওয়েনাডের সাংসদের ‘মোদী পদবি’সম্পর্কিত মানহানির মামলার শুনানি চলছিল।

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাহুলের দায়ের করা পিটিশনের নির্দেশে বিচারপতি এস কে দ্বিবেদীর বেঞ্চ কিছু শর্ত দিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে স্বস্তি দিয়েছে।

তিনি বলেন, 'ম্যাজিস্ট্রেটের আদেশকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়েছে। আবেদনটি মঞ্জুর করা হয়েছে এবং ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাহুলের আইনজীবী দীপঙ্কর রায় বলেছিলেন, রাহুল গান্ধীকে নতুন করে হলফনামা দিয়ে জানাতে হবে যে তিনি তাঁর পরিচয় নিয়ে বিতর্ক করবেন না এবং তাঁর অনুপস্থিতিতে এবং তাঁর আইনজীবীর উপস্থিতিতে সাক্ষীদের পরীক্ষা করা হলে তিনি কোনও আপত্তি তুলবেন না।

এদিকে একই ধরনের একটি মামলায় চলতি বছরের মার্চ মাসে গুজরাটের একটি আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং পরে লোকসভা থেকে অযোগ্য ঘোষিত হন।

গান্ধী হাইকোর্টে নিম্ন আদালতের সমনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।

২০২২ সালের ২ জুলাই ঝাড়খণ্ড হাইকোর্ট তাঁর খারিজের আবেদন খারিজ করে দেয়। এরপরই নিম্ন আদালত রাহুল গান্ধীকে নতুন করে সমন জারি করে। এই মামলায় রাহুলের আইনজীবীরা ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে একটি পিটিশন দাখিল করেছিলেন। কিন্তু ৩ মে বিশেষ আদালত সেই আবেদন খারিজ করে নতুন করে সমন জারি করেছিল, যা পরে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়।

পরবর্তী খবর

Latest News

দোলে আমিষ না খাওয়ার ‘অনুরোধ’ করেছিলেন পুরপ্রধান, ‘বেশি’ বিকোল বিরিয়ানি! 'সিধু পাজিই ফিরে এসেছে…', প্রয়াত গায়ক মুসেওয়ালার ভাই-এর ছবি দেখে বলছে নেটপাড়া ট্রাম্পের তাড়ায় নিজের বিড়ালকে পর্যন্ত ফেলে দিয়ে আমেরিকা ছাড়েন ভারতীয় ছাত্রী! রহস্যজনক হত্যাকারীর হাতে খুন হাফিজ সইদের ভাইপো, আসলে কে এই আবু কাতাল? ইয়ার্কি হচ্ছে… কিউয়িদের কাছে লজ্জার হারের পর PCB-কে উত্তম-মধ্যম নেটিজেনদের WPL 2025-এ রেকর্ড গড়ে অরেঞ্জ ক্যাপ জিতলেন ন্যাট সিভার, সর্বাধিক রান কোন ৫ জনের? মার্চে বাংলায় টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে! ধর্মঘট রোখার বৈঠক ব্যর্থ, কবে? ভাঙড়ে কৃষকের রক্তাক্ত দেহ উদ্ধার জমিতে, পিটিয়ে খুনের অভিযোগ, তদন্তের দাবি শওকতের ট্যাংরা কাণ্ডের ছায়া বাংলার পড়শি রাজ্যে, তিন সন্তানকে মেরে আত্মঘাতী বাবা যানজট কমানোর আইডিয়া দিলেই মিলবে ১৬ লাখ, রাস্তা খুঁজছে ওই শহর

IPL 2025 News in Bangla

IPL 2025: ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি! SRH জার্সি গায়ে অনুশীলনে ঝড় তুলেছেন ইশান KKR-কে রাহানে নেতৃত্ব দিতে নামলেই হবে ইতিহাস, পিছনে ফেলবেন ধোনি, কোহলি, রোহিতদের WPL 2025 জয়ের পরে MI-এর ক্যাবিনেটে কতগুলো ট্রফি হল? দলের ফাইনালের রেকর্ড কী? ‘আমি CT জয়ের ছবি পোস্ট করলেই কেউ ২টি ট্রফি দিয়ে যাবে না’, সাফ কথা বিরাটের আমি টেস্ট খেলতে চাই কিন্তু… লাল বলের ক্রিকেট নিয়ে কী বললেন বরুণ চক্রবর্তী? কী খেয়েছি? এ বিষয় আলোচনা না করে ক্রিকেট নিয়ে কথা বলুন… কাকে তুলোধনা করলেন কোহলি? WPL-র ৩ মরশুমেরই ফাইনালে হার DC-র! ধসের পরে মরিয়া লড়াই কাপদের, তবে জিতল MI IPL 2025 শুরুর আগে দেখে নিন MI-এর সম্পূর্ণ স্কোয়াড, সূচি ও সম্ভাব্য প্রথম একাদশ বেঙ্কির পর প্র্যাকটিস ম্যাচে ঝড় তুললেন রাসেল,ডি কক! চিন্তায় রাখল অধিনায়কের ফর্ম Video- KKRর প্র্যাকটিস ম্যাচে অনামী লুবনিথের ব্যাটিং ঝড়! অর্ধশতরান বেঙ্কিরও!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.