অস্ট্রেলিয়ার এককালের শিশু শিল্পী রোরি ক্যালম সাইকসের বয়স ছিল ৩২ বছর। সদ্য লস অ্যাঞ্জেলাসের দাবানলে তিন সদ্য প্রাণ হারিয়েছেন। রোরির করুণ মৃত্য়ুর ঘটনা, তাঁর শোকাহত মা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বহুদিন ঝরেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত রয়েছেন রোরি। যখন লস অ্যাঞ্জেলাসের দাবানলের আগুনের লেলিহান শিখা ছুটে আসছিল রোরিদের বাড়ির দিকে, তখন তাঁর মা চেষ্টা করছিলেন রোরিকে তুলে নিয়ে সেখান থেকে বের করার, সেবার শেষবারের মতো রোরি মাকে বলেছিলেন,'আমায় ছেড়ে দাও মা..'। লস অ্যাঞ্জেলাসের ম্যালিবুতেই শেষমেশ দাবানলের গ্রাসে জীবনাবসান হয় রোরির।
রোরি ছিলেন বিশেষভাবে সক্ষম। সেরিব্রাল পালসিতে আক্রান্ত রোরি হয়ে উঠেছিলেন মোটিভেশনাল স্পিকার। আর চার পাঁচজনের মতো করে রোরি চলতে পারেন না। দাবানলের আগুন যখন লস অ্যাঞ্জেলাসে ছড়াচ্ছিল, তখন সকলে বাড়ি ছেড়ে যেতে ব্যস্ত। রোরিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হতে চাইছিলেন তাঁর মাও। কিন্তু সেরিব্রাল পালসিতে আক্রান্ত রোরিকে তুলতে পারছিলেন না তাঁর মা। মালিবুতে তাঁদের ১৭ একরের জমিতে ছিল বাড়ি। ছিল টিভি স্টুডিও এস্টেট। বাড়িতে এসে পড়েছিল ছড়িয়ে পড়া দাবানল। রোরির মা বলছেন, রোরিকে নিয়ে তিনি ভয়ে ছিলেন, তিনি বাড়ি থেকে রোরিকে বের করে নিয়ে যেতে চেষ্টা করছিলেন। তবে ছেলের শরীরকে আর তুলে ধরতে পারছিলেন না বয়স্ক মা। এঅ নিদারুণ অবস্থায় মাকে রোরি বলেছিলেন,'মা আমাকে ছেড়ে দাও'। রোরির মা বলছেন,'নিজের সন্তানকে কোনও মা ছাড়তে পারে না। আমার হাত ভেঙে ছিল, আমি তুলতে পারিনি ওকে (ছেলে রোরিকে)। আমি ওকে নাড়াতেই পারছিলাম না।'
( Maha Kumbh 2025: ১৪৪ বছরে বিরল সংযোগ! মহাকুম্ভ ২০২৫এ শাহি স্নানের তিথি দেখে নিন)
এই করুণ অবস্থায় আর্তনাদ বুকে নিয়ে সেদিন রোরির মা দমকল বহিনীর কাছে ছুটে গিয়েছিলেন, যদি তাঁদের সাহায্য পাওয়া যায়। যখন ফিরে এসেছেন, তখন দেখেন সব শেষ। ছেলে রোরিকে কেড়ে নিয়েছে ওই দাবানলের আগুন। মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন রোরি। জানা যাচ্ছে, কার্বন মোনোঅক্সাইডের জেরে রোরির মৃত্যু হয়েছে বলে খবর।
ক্যাসি কলভিনের ঘটনা:-
এবার চোখ রাখা যাক, ক্যাসি কলভিনের ঘটনায়। তিনি লস অ্যাঞ্জেলাসের প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দা। লস অ্যাঞ্জেলাসের দাবানলের জেরে তাঁর সঙ্গে তাঁর সন্তানসম পোষ্য ওরিওর বিচ্ছেদ হয়। ৫ দিন ধরে পোষ্য ওরিওকে খুঁজে না পাওয়ার পর সদ্য তিনি কুকুর ওরিকে পান। দাবানলের গ্রাসে চারিদিকে ধ্বংস স্তূপের মধ্যে দু'জনের এই সাক্ষাৎ কেড়েছে নজর।