বাংলা নিউজ > ঘরে বাইরে > ছাদনাতলায় বরের সামনে এন্ট্রি প্রেমিকের, কনের সিঁদুরদানে তুলকালাম! বরযাত্রী ফিরল শুকনো মুখে

ছাদনাতলায় বরের সামনে এন্ট্রি প্রেমিকের, কনের সিঁদুরদানে তুলকালাম! বরযাত্রী ফিরল শুকনো মুখে

বিয়ে ঘিরে তুলকালাম! (প্রতীকী ছবি।)

বিয়ের আসরে হিরোর মতো করে এন্ট্রি নিয়েছিলেন প্রেমিক। তবে শেষপর্যন্ত বিয়ের আসর থেকে আর জামাই আদর পেয়ে বের হতে পারলেন না! উল্টে বেধড়ক মারধর খেয়ে অসুস্থ অবস্থায় তিনি সেখান থেকে বের হন।

ঘটনা উত্তরপ্রদেশের গাজিপুরের। সেখানে বিয়ের মণ্ডপে ঘটে গেল তাণ্ডব! কনের সিঁদুরদানের খানিক আগে বিয়ের আসরে এন্ট্রি নিয়ে ফেললেন প্রেমিক। বিয়ের মণ্ডপে বসে থাকা কনের মাথায় পরিয়ে দিলেন সিঁদুর! এরপরও ঘটনা শেষ হয়নি। বরং তুলকালাম শুরু হয় এরপরই।

বিয়ের আসরে হিরোর মতো করে এন্ট্রি নিয়েছিলেন প্রেমিক। তবে শেষপর্যন্ত বিয়ের আসর থেকে আর জামাই আদর পেয়ে বের হতে পারলেন না! উল্টে বেধড়ক মারধর খেয়ে অসুস্থ অবস্থায় তিনি সেখান থেকে বের হন। উত্তরপ্রদেশের গাজিপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিয়ের মণ্ডপে বরের সামনে কনের কপালে সিঁদুরদান করেন প্রেমিক। এরপরই প্রেমিককে সেখান থেকে মারধর করতে করতে নিয়ে যান উপস্থিত সকলে। অন্যদিকে, যাঁর সঙ্গে কনের বিয়ের কথা ছিল, সেই বর ও বরযাত্রী এই বিয়ে মণ্ডপেই ভেঙে দিয়ে চলে যান। ফলে বিয়ে সম্পন্ন হয়নি। 

জানা গিয়েছে, স্টেজে মালাবদল হয়। তারপর গুরুজনরা তাঁদের আশীর্বাদ করেন। এমন সময় আচমকা বিয়েতে প্রবেশ প্রেমিকের। তিনি সেখানে গিয়েই কনের কপালে দিয়ে দেন সিঁদুর। ঘটনার আকস্মিকতায় সকলেই চমকে যান। আনন্দের আসর মুহূর্তে গরম হতে থাকে। এরপর ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সকলে মিলে প্রেমিক ওই যুবককে ব্যাপক মারধর করেন। এরপর বেধড়ক মারধরে জ্ঞান হারান ওই যুবক। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে, ঘটনায় রেগে আগুন বরপক্ষ। তারা বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যান। তারা এই বিয়ে থেকে মুখ ফিরিয়ে নেন। ঘটনায় অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধেআইনি মামলা লাগু হয়েছে।

 এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন