বাংলা নিউজ > ঘরে বাইরে > Peru Murder: দেখা করতে পাঁচ হাজার কিমি পথ অতিক্রম প্রেমিকার, নৃশংসভাবে খুন করল প্রেমিক

Peru Murder: দেখা করতে পাঁচ হাজার কিমি পথ অতিক্রম প্রেমিকার, নৃশংসভাবে খুন করল প্রেমিক

নিহত প্রেমিকা এবং অভিযুক্ত প্রেমিক।

ওই মহিলার নাম ব্লাঙ্কা অলিভিয়া আরেলানো গুটিয়েরেজ (৫১)। তিনি মেক্সিকোর বাসিন্দা। তাঁর অভিযুক্ত প্রেমিকের নাম জুয়ান পাবলো জেসুস ভিলাফুয়ের্ত (৩৭)। পেরুর হুয়াচো উপকূলের বাসিন্দা জুয়ান। জানা গিয়েছে, গত ৯ নভেম্বর স্থানীয় এক মৎসজীবী হুয়াচো সৈকতে ব্লাকার পচাগলা দেহাংশ সমুদ্রে ভাসতে দেখেন।

সোশ্যাল মাধ্যমে যোগাযোগ, তারপরেই প্রেম। অবশেষে সুদূর ৫০০০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে প্রেমিকের সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন প্রেমিকা। আর তাতেই মর্মান্তিক পরিণতি হল প্রেমিকার। নৃশংসভাবে প্রেমিকাকে খুন করল প্রেমিক। শুধু তাই নয়, খুন করার পর প্রেমিকার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বের করে নিয়ে তাঁকে ফেলে দিল সমুদ্রে। এমনই হাড়হিম করা ঘটনা ঘটল পেরুর হুয়াচো উপকূল এলাকায়।

ওই মহিলার নাম ব্লাঙ্কা অলিভিয়া আরেলানো গুতিয়েরেজ (৫১)। তিনি মেক্সিকোর বাসিন্দা। তাঁর অভিযুক্ত প্রেমিকের নাম জুয়ান পাবলো জেসুস ভিলাফুয়ের্ত (৩৭)। পেরুর হুয়াচো উপকূলের বাসিন্দা জুয়ান। জানা গিয়েছে, গত ৯ নভেম্বর স্থানীয় এক মৎসজীবী হুয়াচো সৈকতে ব্লাকার পচাগলা দেহাংশ সমুদ্রে ভাসতে দেখেন। তিনিই পুলিশে খবর দেন। ব্লাকার পারিবারিক সূত্রে জানা গিয়েছে, জুলাইয়ের শেষের দিকে তিনি তাঁর পরিবারকে বলেছিলেন যে বেশ কয়েকমাস আগেই জুয়ানের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল সোশ্যাল মাধ্যমে। তিনি প্রেমিকের সঙ্গে দেখা করতে পেরুর রাজধানী লিমায় যাবেন। সেইমতো প্রেমিকার সঙ্গে দেখা করতে তিনি পেরুয় গিয়েছিলেন গত ৭ নভেম্বর।

ব্লাঙ্কার ভাগ্নি কার্লা আরেলানো জানিয়েছেন ৭ নভেম্বর তাঁর মাসির সঙ্গে শেষ কথা হয়েছিল। তাঁর মাসি তাঁকে জানিয়েছিলেন, নতুন সম্পর্ক ভালোই চলছে। এরপর ব্লাকার আর কোনও খোঁজ মেলেনি। মাসির সন্ধানে টুইটারে সাহায্যের আবেদন করেছিলেন কার্লা। সেই সঙ্গে স্থানীয় পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছিলেন।

কার্লা দাবি করেন, তাঁর মাসি প্রেমিকের সঙ্গে দেখা করার পরেই নিখোঁজ হয়েছেন। জুয়ানের সঙ্গেও যোগাযোগ করেছিলেন কার্লা। তবে জুয়ান দাবি করেছিল, ব্লাকা তার কাছ থেকে অনেক আগেই বিরক্ত হয়ে মেক্সিকো ফিরে গিয়েছে। অবশেষ গত ৯ নভেম্বর ব্লাকার মৃত্যুর খবর পায় পরিবার। তাঁর অভিযুক্ত প্রেমিককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বন্ধ করুন