LPG Cylinder Price Cheap: ১ সেপ্টেম্বর রান্নার গ্যাসের ‘সেঞ্চুরি’, কলকাতায় কত বাড়ল বা কমল LPG সিলিন্ডারের দর?
Updated: 01 Sep 2022, 08:05 AM ISTআজ এলপিজি সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে। জানানো হল, আজ থেকে সস্তা হয়েছে এলপিজি সিলিন্ডার। ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত নতুন রেট অনুযায়ী আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর এলপিজি সিলিন্ডারের দাম ৯১.৫ টাকা কমানো হয়েছে। দিল্লি থেকে কলকাতা, পটনা, জয়পুর থেকে গুয়াহাটি, লাদাখ থেকে কন্যাকুমারী, সর্বত্র এই নয়া হার প্রযোজ্য হবে।
পরবর্তী ফটো গ্যালারি