বাংলা নিউজ > ঘরে বাইরে > LPG Cylinder Price Cheap: ১ সেপ্টেম্বর রান্নার গ্যাসের ‘সেঞ্চুরি’, কলকাতায় কত বাড়ল বা কমল LPG সিলিন্ডারের দর?

LPG Cylinder Price Cheap: ১ সেপ্টেম্বর রান্নার গ্যাসের ‘সেঞ্চুরি’, কলকাতায় কত বাড়ল বা কমল LPG সিলিন্ডারের দর?

আজ এলপিজি সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে। জানানো হল, আজ থেকে সস্তা হয়েছে এলপিজি সিলিন্ডার। ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত নতুন রেট অনুযায়ী আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর এলপিজি সিলিন্ডারের দাম ৯১.৫ টাকা কমানো হয়েছে। দিল্লি থেকে কলকাতা, পটনা, জয়পুর থেকে গুয়াহাটি, লাদাখ থেকে কন্যাকুমারী, সর্বত্র এই নয়া হার প্রযোজ্য হবে।