সংস্কৃত ভাষা সহ দেশের মধ্যে প্রচলিত নির্দিষ্ট কিছু ভাষা শেখানো হবে সংসদের আইনপ্রণেতাদের। কয়েকটি বিদেশি ভাষা শিক্ষারও ক্লাস নেওয়া হবে তাঁদের। সাংসদদের মতামতের উপর ভিত্তি করেই সাংসদ সচিবালয় এই নির্দিষ্ট কিছু ভাষার তালিকা তৈরি করেছে। গত ১০ই জুন এব্যাপারে একটি বুলেটিন ইস্যু করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে তামিল, বাংলা, গুজরাটি, মারাঠি, তেলেগু, ওড়িয়ার পাশাপাশি নানা বিদেশি ভাষাও শেখানো হবে সাংসদদের। মঙ্গলবার থেকে এক মাস ধরে চলবে এই অনলাইন ক্লাস। কিন্তু কেন সাংসদদের নানা ভাষা শেখানোর এই উদ্যোগ। সচিবালয় সূত্রে খবর, বিভিন্ন সময় সাংসদরা পারস্পরিক মত বিনিময়ের কাজে বিদেশে যান। সেখানে যাতে ভাষাগত কোনও সমস্যা না হয় সেকারণে তাঁদের বিদেশের ভাষা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়া হবে।
আপাতত ২১টি ভারতীয় ভাষা ও ৬টি বিদেশি ভাষা শেখানো হবে। বিধায়করা ও সংসদের আধিকারিকরাও এই ক্লাসের অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে এই কোর্সে হাজিরা কতটা নিশ্চিত করা যাবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। জেএনইউ, দিল্লি বিশ্ববিদ্যালয়. জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এই ভাষা শিক্ষার ক্লাসগুলি নেবেন। মূলত গুজরাটি, বাংলা, কন্নড়, মালায়লাম, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলেগু, হিন্দি, সংস্কৃত, অসমিয়া, কাশ্মিরী, সিন্ধ্রি, উর্দু, সাঁওতালি, নেপালি, মনিপুরী, বোরো, ডোগরি, কোঙ্কনি, মৈথিলি ও পঞ্জাবি ভাষা শেখানো হবে। বিদেশি ভাষার মধ্যে ফরাসি, জার্মানি, জাপানী, পর্তুগিজ, রাশিয়ান ও স্প্যানিশ শেখানো হবে। তবে বিরোধী দলের এক সাংসদের দাবি, পর্তুগিজ, স্প্যানিশের তুলনায় বর্তমান পরিস্থিতিতে চিনা ভাষা শেখানো ভালো।