কেন্দ্রীয় মন্ত্রীকে মোবিল মাখিয়ে দেওয়ার চেষ্টা প্রতিবাদকারীদের। ব্যাপক চাঞ্চল্য গোটা ঘটনাকে ঘিরে। স্থানীয় সূত্রে খবর, খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি কুমার পরশ গত মাসেই কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। এরপর সম্প্রতি তিনি বিহারের হাজিপুরের চৌরাসিয়া চক এলাকায় তাঁরই সংসদ এলাকা পরিদর্শনে যান। এদিকে তখনই ভিড়ের মধ্যে থেকে প্রথম তাঁকে লক্ষ্য় করে স্লোগান দেওয়া শুরু হয়। এরপর অভিযোগ পোড়া মোবিল ছিটিয়ে দেওয়া হয় তাঁর সাদা জামাতে। তাঁর সামনে কালো পতাকাও দেখানো হয়। এদিকে জামাতে মোবিলের ছিটে লেগে যাওয়ায় জামা পালটাতে বাধ্য হন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু কারা এই ঘটনা ঘটিয়েছেন তা নিয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছেন মন্ত্রী। এদিকে বিক্ষোভকারীদের দাবি ভোটে জেতার পর থেকে সাংসদকে আর এলাকায় দেখা যায়নি। সম্প্রতি বন্যায় এত মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছিলেন, কিন্তু সাংসদকে কোথাও পাওয়া যায়নি। এলাকায় এসে একবার খোঁজখবরও নেননি।
এদিকে হাজিপুরের সাংসদের প্রতিনিধি প্রমোদ কুমার সিং বলেন, কেন্দ্রীয় মন্ত্রী এলাকা পরিদর্শনে যাবেন বলে আগে থেকে পুলিশ, প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু এলাকায় যথাযথ নিরাপত্তার ব্যবস্থা ছিল না। তবে পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। এনিয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।