বাংলা নিউজ > ঘরে বাইরে > Lunar Eclipse 2022 Timings in India: ভারত থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ! কোন জায়গায় কখন থেকে ও কতক্ষণ দেখতে পারবেন?

Lunar Eclipse 2022 Timings in India: ভারত থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ! কোন জায়গায় কখন থেকে ও কতক্ষণ দেখতে পারবেন?

আগামী ৮ নভেম্বর ভারত থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

Lunar Eclipse 2022 Timings in India: কলকাতা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, মেদিনীপুর, দার্জিলিংয়ের মতো জায়গায় কখন থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে, কতক্ষণ দেখা যাবে, তা দেখে নিন। সেইসঙ্গে ভারতের অন্যান্য শহরের সময়সূচিও দেখুন এখানে।

আগামী ৮ নভেম্বর চন্দ্রগ্রহণ হতে চলেছে। যে ভারত থেকেও পরিলক্ষিত হবে। পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গা থেকে তো প্রায় দু'ঘণ্টা চন্দ্রগ্রহণ দেখা যাবে। যা চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে।

কলকাতার পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে চন্দ্রগ্রহণ পরিলক্ষিত হবে। আর্জেন্টিনার পশ্চিমাংশ, চিলি, বলিভিয়া, ব্রাজিলের পশ্চিমাংশ, কাজাখাস্তান, আফগানিস্তান, রাশিয়া, উজবেকিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশ থেকে চন্দ্রগ্রহণ পরিলক্ষিত হতে চলেছে।

ভারত থেকেও দেখা যাবে চন্দ্রগ্রহণ। পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের তরফে জানানো হয়েছে, ভারতের চন্দ্রগ্রহণের প্রথম অংশ দেখা যাবে না। ভারতের পূর্ব দিকে বেশিক্ষণ চন্দ্রগ্রহণ দেখা যাবে। যত ভারতের পশ্চিম দিকে যত এগোনো হবে, তত চন্দ্রগ্রহণের পরিলক্ষিত হওয়ার সময় কমবে। ডিব্রুগড়ে দু'ঘণ্টার বেশি চন্দ্রগ্রহণ দেখা যাবে। আবার মুম্বইয়ে মাত্র ১৮ মিনিট পরিলক্ষিত হবে চন্দ্রগ্রহণ।

চন্দ্রগ্রহণের সময়

পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের তরফে জানানো হয়েছে, দুপুর ১ টা ৩০ মিনিট ৪ সেকেন্ড থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে। শেষ হবে সন্ধ্যায়। ভারতের কোন কোন শহরে কখন থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে এবং কতক্ষণ দেখা যাবে, তা দেখে নিন -

  • আগরতলা: বিকেল ৪ টে ৩৮ মিনিট (১ ঘণ্টা ৪১ মিনিট দেখা যাবে)। 
  • আইজল: বিকেল ৪ টে ৩২ মিনিট (১ ঘণ্টা ৪৭ মিনিট দেখা যাবে)। 
  • বেঙ্গালুরু: বিকেল ৫ টা ৫০ মিনিট (২৯ মিনিট দেখা যাবে)। 
  • ভুবনেশ্বর: বিকেল ৫ টা ৬ মিনিট (১ ঘণ্টা ১৩ মিনিট দেখা যাবে)। 
  • চেন্নাই: বিকেল ৫ টা ৩৯ মিনিট (৪০ মিনিট)। 
  • কোচবিহার: বিকেল ৪ টে ৪২ মিনিট (১ ঘণ্টা ৩৭ মিনিট দেখা যাবে)।
  • কটক: বিকেল ৫ টা ৫ মিনিট (১ ঘণ্টা ১৪ মিনিট দেখা যাবে)। 
  • দার্জিলিং: বিকেল ৪ টে ৪৬ মিনিট (১ ঘণ্টা ৩৩ মিনিট দেখা যাবে)। 
  • দিল্লি: বিকেল ৫ টা ২৯ মিনিট (৫০ মিনিট দেখা যাবে)। 
  • ডিব্রুগড়: বিকেল ৪ টে ১৭ মিনিট (২ ঘণ্টা ২ মিনিট দেখা যাবে)।
  • গ্যাংটক:  বিকেল ৪ টে ৪৪ মিনিট (১ ঘণ্টা ৩৫ মিনিট দেখা যাবে)।
  • গুয়াহাটি: বিকেল ৪ টে ৩৪ মিনিট (১ ঘণ্টা ৪৫ মিনিট দেখা যাবে)।
  • হায়দরাবাদ: বিকেল ৫ টা ৪০ মিনিট (৩৯ মিনিট দেখা যাবে)। 
  • ইম্ফল: বিকেল ৪ টে ২৬ মিনিট (১ ঘণ্টা ৫৩ মিনিট দেখা যাবে)।
  • কোহিমা: বিকেল ৪ টে ২৪ মিনিট (১ ঘণ্টা ৫৫ মিনিট দেখা যাবে)। 
  • কলকাতা: বিকেল ৪ টে ৫২ মিনিট (১ ঘণ্টা ২৭ মিনিট দেখা যাবে)।
  • লখনউ: বিকেল ৫ টা ১৬ মিনিট (১ ঘণ্টা ৩ মিনিট দেখা যাবে)।
  • মেদিনীপুর: বিকেল ৪ টে ৫৭ মিনিট (১ ঘণ্টা ২২ মিনিট দেখা যাবে)।
  • মুম্বই: সন্ধ্যা ৬ টা ১ মিনিট (১৮ মিনিট দেখা যাবে)। 
  • মুর্শিদাবাদ: বিকেল ৪ টে ৪৯ মিনিট (১ ঘণ্টা ৩০ মিনিট দেখা যাবে)।
  • পাটনা: বিকেল ৫ টা ১ মিনিট (১ ঘণ্টা ১৮ মিনিট দেখা যাবে)। 
  • পুণে: বিকেল ৫ টা ৫৮ মিনিট (২১ মিনিট দেখা যাবে)। 
  • পুরী: বিকেল ৫ টা ৭ মিনিট (১ ঘণ্টা ১২ মিনিট দেখা যাবে)। 
  • রাঁচি: বিকেল ৫ টা ৩ মিনিট (১ ঘণ্টা ১৬ মিনিট)। 
  • শিলং: বিকেল ৪ টে ৩৩ মিনিট (১ ঘণ্টা ৪৬ মিনিট দেখা যাবে)।
  • শিলচর: বিকেল ৪ টে ৩১ মিনিট (১ ঘণ্টা ৪৮ মিনিট দেখা যাবে)। 
  • শিলিগুড়ি: বিকেল ৪ টে ৪৬ মিনিট (১ ঘণ্টা ৩৩ মিনিট দেখা যাবে)। 
  • বারাণসী: বিকেল ৫ টা ১০ মিনিট (১ ঘণ্টা ৯ মিনিট দেখা যাবে)।

বন্ধ করুন