নভেম্বরে একের পর এক দুর্দান্ত দৃশ্যের সাক্ষী হবেন বিশ্ববাসী। থাকবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, লিওনিড উল্কাবৃষ্টি, শনির নিচে চাঁদের অবস্থানের মতো নানা ঘটনা চাক্ষুস করার সুযোগ।
1/5গত ১ মাস মহাকাশ উত্সাহীদের দারুণ কেটেছে। সৃষ্টির স্তম্ভ থেকে সূর্যগ্রহণ, মহাজগতের রূপে মজেছেন সকলে। তবে এখানেই শেষ নয়। নভেম্বরেও একের পর এক দুর্দান্ত দৃশ্যের সাক্ষী হবেন বিশ্ববাসী। থাকবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, লিওনিড উল্কাবৃষ্টি, শনির নিচে চাঁদের অবস্থানের মতো নানা ঘটনা দেখার সুযোগ। ফাইল ছবি: নাসা (NASA)
2/5নাসা জানিয়েছে, নভেম্বর মাস জুড়ে, বার্ষিক লিওনিড উল্কাবৃষ্টি সক্রিয় থাকবে। ১৮ নভেম্বর মধ্যরাতের পরে, আদর্শ পরিস্থিতিতে ঘন্টায় ১৫-২০টি উল্কাপাতের সম্ভাবনা রয়েছে। প্রতীকী ছবি: নাসা (NASA)
3/5৮ নভেম্বর পূর্ণিমা। আর সেদিনেরই প্রথমাংশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। গ্রহণ উত্তর আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, অস্ট্রেলিয়া এবং পূর্ব এশিয়ায় দৃশ্যমান হবে। এক্ষেত্রে উল্লেখ্য, চাঁদের রঙ লালচে থাকবে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (NASA)
4/5এরপর ১১ নভেম্বর মঙ্গল এবং Elnath নামক উজ্জ্বল নীলচে সাদা তারার মাঝে চাঁদ অবস্থান করবে। এটি সঠিকভাবে দেখার জন্য ফোনে SkyWalk জাতীয় কোনও অ্যাপ ডাউনলোড করে রাখতে পারেন। ফাইল ছবি: নাসা (NASA)
5/5NASA জানিয়েছে যে, ২০ নভেম্বর, সূর্যোদয়ের কয়েক ঘণ্টা আগে নীলাভ তারা স্পিকা-র ঠিক উপরে অর্ধচন্দ্রের দৃশ্য দেখা যাবে। এই স্পিকা দৈত্য নক্ষত্র বলে পরিচিত। এটি সূর্যের আকারের ১০ গুণ এবং ১২ হাজার গুণ বেশি উজ্জ্বল। আমাদের পৃথিবী থেকে প্রায় ২৬০ আলোকবর্ষ দূরে অবস্থিত। ফাইল ছবি: অ্যাস্ট্রোপিক্সেলস (NASA)