বাংলা নিউজ > ঘরে বাইরে > আরও এক শহর রাশিয়ার হাত থেকে ছিনিয়ে নিল ইউক্রেন, সাধুবাদ মার্কিন বিদেশমন্ত্রীর

আরও এক শহর রাশিয়ার হাত থেকে ছিনিয়ে নিল ইউক্রেন, সাধুবাদ মার্কিন বিদেশমন্ত্রীর

আরও এক শহর রাশিয়ার হাত থেকে ছিনিয়ে নিল ইউক্রেন। ছবি ডয়চে ভেলে

গত সাত মাস ধরে এই শহরটিকে রাশিয়া কার্যত বেস বা ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন অভিযান শুরু করার পরেই এই শহরটি তারা দখল করে নিয়েছিল। শনিবার সেই লাইম্যান ফের দখল করেছে ইউক্রেন।

আরও একটি শহর রাশিয়ার হাত থেকে ছিনিয়ে নিয়েছে ইউক্রেন। রাশিয়ার দূতকে ডেকে পাঠিয়েছে জার্মানি। মার্কিন বিদেশমন্ত্রী লয়েড অস্টিন শনিবার জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর লাইম্যান জেলেনস্কির সেনা পুনর্দখল করেছে। অস্টিনের বক্তব্য, লাইম্যান শহরটির অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত সাত মাস ধরে এই শহরটিকে রাশিয়া কার্যত বেস বা ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন অভিযান শুরু করার পরেই এই শহরটি তারা দখল করে নিয়েছিল। শনিবার সেই লাইম্যান ফের দখল করেছে ইউক্রেন।

লাইম্যান পুনর্দখলের জন্য ইউক্রেনকে ধন্যবাদ জানিয়েছেন অস্টিন। তিনি বলেছেন, ইউক্রেনের সেনা সাহস, দেশাত্মবোধ এবং তাদের হাতে যে অত্যাধুনিক অস্ত্র আছে-- তার সাহায্যেই একের পর এক অঞ্চল পুনর্দখল করছে। অন্যদিকে, মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ফোন করেছিলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবাকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তা দিতেই তিনি ফোন করেছিলেন বলে জানা গেছে। ব্লিংকেন বলেছেন, রাশিয়া যেভাবে ইউক্রেনের চারটি অংশ নিজেদের বলে দাবি করেছে, আমেরিকা তার স্বীকৃতি দেয় না। আমেরিকা এখনও ইউক্রেনের পাশে আছে।

বস্তুত, গত সপ্তাহে ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের বলে দাবি করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সব অঞ্চলে গণভোটের আয়োজন করেছিল রাশিয়া। মানুষ মস্কোর পক্ষে ভোট দিয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ জমি তার মধ্যে আছে বলে জানা গেছে। ইউক্রেন অবশ্য ওই অঞ্চলেই এখন লড়াই চালাচ্ছে। শনিবার তারা যে লাইম্যান দখল করেছে, রাশিয়া তা নিজেদের এলাকা বলে চিহ্নিত করেছিল। রাশিয়া দনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্ঝিয়া এবং খেরসন তাদের অন্তর্ভুক্ত বলে দাবি করেছে।

জার্মানি এবং ইইউ-র প্রতিক্রিয়া

রাশিয়ার ওই ঘোষণার পর রোববার জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ রাশিয়ার দূতকে ডেকে পাঠিয়েছে। কেন রাশিয়া এই ঘোষণা দিয়েছে, তা জানতেই এই সমন বলে মনে করা হচ্ছে। জার্মানি-সহ ইইউ-র একাধিক দেশ আগেই জানিয়ে দিয়েছে, তারা রাশিয়ার কাজকে স্বীকৃতি দিচ্ছে না।

২০১৪ সালে এভাবেই ক্রাইমিয়া দখল করেছিল রাশিয়া। পশ্চিম তার স্বীকৃতি না দিলেও রাশিয়া এখনও ক্রাইমিয়া দখল করে রেখেছে। ইউক্রেন যুদ্ধে ক্রাইমিয়াকে ঘাঁটি হিসেবে ব্যবহারও করা হচ্ছে।

ঘরে বাইরে খবর

Latest News

'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.