আগামী ১১ই মার্চ ভারত ও চিনের মধ্য়ে দ্বিপাক্ষিক বৈঠক। তার আগে ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়ে প্রয়োজনীয় বিষয়গুলি জানিয়ে দিলেন বিদেশ সচিব। দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিকঠাক রাখার জন্য় সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা দরকার, চিনকে সাফ জানিয়ে দিয়েছে ভারত, মন্তব্য বিদেশ সচিব হর্ষ শ্রীংলার। লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশানাল আকাদেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে ভারতের প্রতিবেশী সম্পর্কিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে শ্রীংলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রাখতে চায়, তবে সেটা কখনই সুরক্ষার মূল্য চুকিয়ে নয়।
এদিকে ভারতের সঙ্গে চিন ও পাকিস্তানের সম্পর্ক বরাবরই ঠিকঠাক নয়। প্রকৃত নিয়ন্ত্রণরেখাতেও চিনের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি গত কয়েক বছর ধরেই হয়েছে। অন্যদিকে নানা জঙ্গি কার্যকলাপের জেরে পাকিস্তানের সঙ্গেও ভারতের সম্পর্ক কখনই ভালো জায়গায় আসেনি। তবে বিদেশ সচিব পরিষ্কার জানিয়ে দিয়েছেন,চিনকে আমার পরিষ্কার জানিয়ে দিয়েছি আমাদের সম্পর্কের উন্নতির জন্য সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা দরকার। তিনটি ক্ষেত্রে আমাদের মধ্য়ে সম্পর্কের উন্নতি হতে পারে। পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সংবেদনশীলতা ও পারস্পরিক স্বার্থ রক্ষা করা। শ্রীংলা বলেন, বার বার সীমান্তে নানা জঙ্গি কার্যকলাপের হুমকি দেওয়া হয়েছে ভারতকে।এই পরিস্থিতি মোকাবিলার জন্য শক্তি সম্প্রসারণও করেছে দেশ।