মহিলাদের উন্নয়নে মধ্যপ্রদেশ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হল ‘লাডলি বেহেনা প্রকল্প’। বিরোধীরা দাবি করেছিল, যে এই প্রকল্প বন্ধ হয়ে যাবে। তবে মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব স্বীকার করে নিয়েছেন এই প্রকল্প সরকারের কাছে একটি আর্থিক বোঝা ঠিকই, কিন্তু, কোনওভাবেই এই প্রকল্প বন্ধ হবে না। প্রকল্পটি সুষ্ঠুভাবে চালানোর জন্য আয়ের উৎস বাড়ানো হচ্ছে। নতুন সরকারের একবছর পূর্তি উপলক্ষে একথা জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: নদীর পাশের এলাকায় নিষিদ্ধ হোক মদ এবং মাংস খাওয়া! নর্মতা বাঁচাতে বলছেন মোহন যাদব
শুক্রবার সাংবাদিক সম্মেলনে মোহন যাদব বলেন, ‘মধ্যপ্রদেশে সবাই বলছিল যে এই লাডলি বেহেনা প্রকল্প বন্ধ হয়ে যাবে। কিন্তু, এই প্রকল্প এখনও সুষ্ঠুভাবে চলছে এবং এটিকে আরও চালু রাখতে আমরা আয়ের উৎস বাড়াচ্ছি। যাতে বোনেরা উপকৃত হতে পারেন। তাদের অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা যাচ্ছে তাতে কোনও বাধা থাকা উচিত নয়।’ এদিন বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মোহন যাদব বিভিন্ন কাজের খতিয়ান সামনে তুলে ধরেন।
লাডলি বেহেনা প্রকল্পের জন্য বাজেট কীভাবে আসবে তা ব্যাখ্যা করে মোহন যাদব বলেন, ‘যখন আয় বাড়ে, তখন অন্যান্য প্রকল্পগুলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্যও ব্যবস্থা করা হয়। আমরা এই দিকে ক্রমাগত কাজ করছি।’
এর পাশাপাশি মধ্যপ্রদেশ সরকার শিল্পের উপরে গুরুত্ব দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, শিল্প বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্যে পানীয় জলের চাহিদা মেটানোর জন্যও সরকার পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
শিল্পায়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি বিভাগীয় সদর দফতরে একাধিক শিল্প সম্মেলনের আয়োজন করেছেন। যা এতদিন শুধুমাত্র ইন্দোরে অনুষ্ঠিত হত। মুখ্যমন্ত্রী নিজেও শিল্পের জন্য মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা এবং কোয়েম্বাটুরে গিয়েছেন। এছাড়া, ব্রিটেন এবং জার্মানি সফর করেছেন বলে জানান। শিল্পের জন্য যে প্রস্তাব এসেছে তার ৫০ শতাংশ বাস্তবায়িত হওয়ার বিষয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী। লাডলি বেহেনা প্রকল্পের বিষয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, এখনও পর্যন্ত এই প্রকল্পের ১.২৯ কোটি সুবিধাভোগীদের ১৯,২১২ কোটি টাকা প্রদান করা হয়েছে।লাডলি বেহেনা প্রকল্প হল বাংলার লক্ষ্মী ভাণ্ডারের মতোই একটি প্রকল্প। এর মাধ্যমে ২৩ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের মাসে ১০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে।