বাংলা নিউজ > ঘরে বাইরে > বিদ্যুতের বিল ৮৮,০০০ টাকা! প্রধানমন্ত্রীকে ৫ পাতার সুইসাইড নোট লিখে আত্মঘাতী কৃষক

বিদ্যুতের বিল ৮৮,০০০ টাকা! প্রধানমন্ত্রীকে ৫ পাতার সুইসাইড নোট লিখে আত্মঘাতী কৃষক

বিদ্যুতের বিল মেটাতে না পেরে আত্মহত্যা করলেন মধ্য প্রদেশের এক কৃষক। (প্রতীকী ছবি)

সুইসাইড নোটে তাঁর আর্জি, মৃত্যুর পরে তাঁর দেহ যাতে সরকারের হাতে তুলে দেওয়া হয় এবং তাঁর অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে সেই টাকায় বকেয়া ৮৮,০০০ টাকার বিদ্যুতের বিল মিটিয়ে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন মধ্যপ্রদেশের এক কৃষক। তিনি লিখে গিয়েছেন, মৃত্যুর পরে তাঁর দেহ যাতে সরকারের হাতে তুলে দেওয়া হয় এবং তাঁর অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে সেই টাকায় বকেয়া ৮৮,০০০ টাকার বিদ্যুতের বিল মিটিয়ে দেওয়া হয়।

গত বুধবার মধ্য প্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের ছাতারপুর জেলার বাসিন্দা ওই কৃষক গাছের ডাল থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাঁর বাড়ি থেকে পাঁচ পাতার সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

জানা গিয়েছে, তিন মেয়ে ও এক ছেলের বাবা নিহত কৃষকের একটি ছোট ময়দা ভাঙানোর কারখানা রয়েছে। পুলিশ জানিয়েছে, ছাতারপুর বিদ্যুৎ সরবরাহ সংস্থা কৃষকের নামে ৮৮,০০০ টাকার বিদ্যুৎ বিল পাঠিয়েছিল। নিহতের পরিবারের দাবি, কিছু দিন আগে সেই বিল মেটাতে না পারার অভিযোগে কৃষকের মালিকানাধীন ময়দা কারখানা ও নিহতের মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করে বিদ্যুৎ সরবরাহ সংস্থার পূর্বাঞ্চলীয় দল।

নিহতের ভাই বিদ্যুৎ সরবরাহ সংস্থারই কর্মী জানিয়েছেন, ‘বিদ্যুৎ সরবরাহ সংস্থার হাতে হেনস্থা হওয়ার ফলেই আমার দাদা আত্মহত্যা করেছেন। কারখানা ও মোটরবাইক বাজেয়াপ্ত হওয়ার পরে তিনি ভেঙে পড়েন এবং প্রবল মানসিক চাপে ছিলেন।’ তিনি আরও জানিয়েছেন, ‘এ বছর ভালো ফসল না ওঠায় বিদ্যুতের বিল দিতে পারেননি দাদা। আগে গড় মাসিক বিল আসত ৩,০০০ থেকে ৪,০০০ টাকা। কিন্তু হঠাৎ তাঁর নামে ৮৮,০০০ টাকার বিল পাঠানো হয়। সেই বিল শোধ করার সময় না দিয়ে আইনি নোটিশ পাঠায় ছাতারপুরের বিদ্যুৎ সরবরাহ সংস্থা এবং তার পরে দাদার কারখানা ও মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়। বিল মেটানোর জন্য তিনি আধিকারিকদের কাছে অনেক অনুনয় করলেও দাদার কথায় তাঁরা আমল দেননি।’

তাঁর দাবি, ‘আমি বিচার চাই। আমার দাদার মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।’

সুইসাইড নোটে লেখা হয়েছে, ‘যখন বড় রাজনীতিক ও ব্যবসায়ীদের নামে কেলেঙ্কারির কথা জানা যায়, তখন সরকারি আধিকারিকরা কোনও ব্যবস্থা নেন না। তারা ঋণ নিলেও তা শোধ করার জন্য অনেক সময় পান। কিন্তু যদি কোনও দরিদ্র মানুষ অল্প টাকাও ধার করেন, সরকার কখনও জানতে চায় না যে ধার শোধ করতে তাঁর কেন দেরি হচ্ছে। পরিবর্তে তাঁকে প্রকাশ্যে অপমান করা হয়।‘

মতগুভা থানার ইন-চার্জ কমলজিৎ সিং বলেন, ‘আমরা একটি সুইসাইড নোট পেয়েছি। নিহতের বাবা ও ভাইয়েরা তাঁকে বিদ্যুৎ বিল নিয়ে চাপমুক্ত হওয়ার পরামর্শ দিয়েছিলেন। পরে তাঁর স্ত্রী বাপেরবাড়ি থেকে ফিরলে এই নিয়ে তাঁর সঙ্গে নিহতের ঝগড়া হয়। তার পরেই তিনি চূড়ান্ত পদক্ষেপ করেন। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

ছাতারপুরের জেলাশাসক শীলেন্দ্র সিং বলেন, ‘নিহতের বাবা পেনশনভোগী এবং প্রধানমন্ত্রী কিষান কল্যাণ যোজনার উপভোক্তা। নিহতের ভাই বিদ্যুৎ সরবরাহ সংস্থায় চাকরি করেন। ঘটনার জেরে মৃতের পরিবারকে এককালীন ২৫,০০০ টাকা সাহায্য করেছে রাজ্য সরকার। তদন্ত শুরু হয়েছে এবং এই আত্মহত্যার জন্য কেউ দায়ী থাকলে কঠোর শাস্তি পেতে হবে।’

ঘরে বাইরে খবর

Latest News

বিপাকে তামান্না ভাটিয়া ও সঞ্জয় দত্ত, সমন পাঠাল মহারাষ্ট্র পুলিশ, কী অভিযোগ? শিলিগুড়িতে বিয়েবাড়ি থেকে চা বাগানে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ, ধৃত ৫ ‘জীবন একটাই…’, আটকে ৭ লাখের খোরপোশ মামলা, একাধিক বিয়ে নিয়ে জবাব শ্রাবন্তীর CSK-র পরিবেশ অনেক ভালো, MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু মোদী-রাহুল দুজনের বিরুদ্ধেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ! নড়েচড়ে বসল EC নিতম্বের হাড়ে সমস্যা, বানান ৬ প্যাক অ্যাবস, ফিটনেস জার্নি কেমন ছিল ওয়ারিকুর ভোটের শেষ ঘণ্টাতেও বিস্তা-বিষ্ণু ঠোকাঠুকি, রাজুর নালিশ কমিশনে ‘মহিলাদের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে’, কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ দুপুরের স্বপ্ন সত্যি হয়? সেরা সময় কোনটি? কী দেখলে আসে সৌভাগ্য? রইল শাস্ত্রমত 'মাথা ঠুকে কত কেঁদেছি, আমি তো আর বাঁচতেই চাই নি, শুধু সংসার টানতে…', আবেগঘন শেখর

Latest IPL News

CSK-র পরিবেশ অনেক ভালো, MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি? রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু দিনে ১ টাকারও কমে সব দেখা যাবে Jio Cinema-য়! নয়া ২ প্ল্যান আম্বানিদের, কী আছে? সব CSK ফ্যানের মধ্যে একা দাঁঁড়িয়ে LSG ফ্যান, জয়ের পর আনন্দে লাফ-ভাইরাল ভিডিয়ো বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.