বাংলা নিউজ > ঘরে বাইরে > Congress leader against PM Modi: সংবিধান বাঁচাতে মোদীকে খুনের 'হুমকি' প্রাক্তন কংগ্রেস বিধায়কের, রুজু হল মামলা

Congress leader against PM Modi: সংবিধান বাঁচাতে মোদীকে খুনের 'হুমকি' প্রাক্তন কংগ্রেস বিধায়কের, রুজু হল মামলা

কংগ্রেস নেতা রাজা পতেরিয়া 

‘সংবিধান বাঁচাতে খুন করতে হবে মোদীকে’, এমনই বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন প্রাক্তন কংগ্রেস মন্ত্রী তথা মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি রাজা পতেরিয়া।

‘সংবিধান বাঁচাতে খুন করতে হবে মোদীকে’, এমনই বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন প্রাক্তন কংগ্রেস মন্ত্রী তথা মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি রাজা পতেরিয়া। কংগ্রেস নেতার একটি ভিডিয়ো (যদিও হিন্দুস্তান টাইমস বাংলা সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই তাঁকে বলতে শোনা যায়, ‘সংবিধান বাঁচাতে খুন করতে হবে মোদীকে’। যদিও অভিযুক্ত কংগ্রেস নেতা দাবি করেছেন যে ভিডিয়োটি বিকৃত করা হয়েছে।

ভাইরাল ভিডিয়োতে কংগ্রেস নেতাকে বলতে শোনা যায়, ‘নরেন্দ্র মোদী নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেবেন। তিনি সংখ্যালঘু এবং আদিবাসীদের দমিয়ে দেবেন।’ এই ভিডিয়ো ভাইরাল হতেই মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের নজরে আসে সেটি। এরপরই তিনি পান্নার পুলিশ সুপারকে অভিযুক্ত কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ দায়র করার নির্দেশ দেন। সাম্প্রদায়িক শান্তি নষ্ট এবং হিংসা ছড়ানোর দায়ে এরপর এফআইআর করা হয় প্রাক্তন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে।

নরোত্তম মিশ্র এই বিষয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য লোকদের বলছিলেন কংগ্রেস নেতা। এর জন্য পুলিশ কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেছে। মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করা এবং দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ অবশ্য এই ঘটনা প্রসঙ্গে কোনও বিবৃতি প্রকাশ করেননি পান্নার পুলিশ সুপার ধর্মরাজ মীনা।

এদিকে ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘এই ভিডিওটি কংগ্রেস দলের মানসিকতা প্রকাশ করেছে। একদিকে রাজ্যের আইনশৃঙ্খলার সমস্যা তৈরি করার চেষ্টা করছে এই দল। অপরদিকে আবার এই দলটি ভারত জোড়ো যাত্রা চালাচ্ছে। এটাই কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার আসল চিত্র। কংগ্রেস প্রধানমন্ত্রীকে পরাজিত করতে পারে না এবং তাই তাঁকে হত্যা করতে চায়।’

এদিকে ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে অভিযুক্ত কংগ্রেস নেতা রাজা পতেরিয়া বলেন, ‘পান্না জেলার পাওই তহসিলে আমার বক্তৃতার অংশ এটা। তবে ভাইরাল হওয়া ভিডিয়োতে আমার পুরো বক্তৃতা নেই। আমি বলতে চেয়েছিলাম যে মোদীকে রাজনৈতিক ভাবে হত্যা করতে রাজনৈতিকভাবে মানুষকে একত্রিত করতে হবে। ভিডিয়োটি ভুলভাবে তুলে ধরা করা হচ্ছে।’

 

বন্ধ করুন