প্রেম কোনও নিয়ম মেনে হয় না। আর ভালবাসায় বয়সের বাধা বলেও কিছু হয় না। রামকলি ও ভোলুর প্রেমকাহিনী থেকে সেটাই প্রমাণ হল আরও একবার। একজনের বয়স ৬৭। অপর জন ২৮। লিভ ইন করতে চেয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন তাঁরা।
আরও পড়ুন : বয়ফ্রেন্ডের বয়স ২৮, গার্লফ্রেন্ডের ন্যূনতম কত বয়স হওয়া উচিত? ফর্মুলা বিশেষজ্ঞের
প্রেম কাহিনিটি কোথাকার?
ঘটনা মধ্যপ্রদেশের মোরানা জেলার কৈলারসের। সেখানকারই রামকলির প্রেমের পড়েছেন ভোলু। আর তাতে বয়সের পার্থক্য কোনও বাধাই হয়ে দাঁড়াতে পারেনি। ৩৯ বছরের পার্থক্য -সে তো সংখ্যা মাত্র।
ইতিমধ্যেই গত ৬ বছর ধরে লিভ ইন করছেন রামকলি-ভোলু। সম্পর্কের মান্যতা চেয়ে আদালতে গিয়েছেন তাঁরা।
তাঁদের আইনজীবী প্রদীপ আওয়াস্তি জানান, ইতিমধ্যে নোটারি সেরেছেন তাঁরা। আগামিদিনে একসঙ্গে লিভ-ইন এগিয়ে নিয়ে যেতে চান তাঁরা। সম্পর্ক নিয়ে যাতে আগামিদিনে কোনও সমস্যা না হয়, তার জন্যই এই ব্যবস্থা তাঁদের।
তবে লিভ ইনে নোটারি করে লাভ হয়?
আইনজীবীদের মতে, বর্তমানে লিভ ইনের সংখ্যা বেড়েছে। ভবিষ্যতে যাতে সম্পর্ক নিয়ে কোনও আইনি সমস্যা না হয়, তার জন্য নোটারি করেন তাঁরা। তাঁরা যে স্বেচ্ছাতেই এভাবে আছেন, তা ডিক্লিয়ার করার জন্য এটি ভালো প্রক্রিয়া।