বাংলা নিউজ > ঘরে বাইরে > সন্তানের সঙ্গে বিবাহ বিচ্ছিন্ন স্বামীর সাক্ষাৎ ঘিরে বড় রায় কোর্টের, প্রসঙ্গে এল স্ত্রীর স্ন্যাক্স পরিবেশন ইস্যু

সন্তানের সঙ্গে বিবাহ বিচ্ছিন্ন স্বামীর সাক্ষাৎ ঘিরে বড় রায় কোর্টের, প্রসঙ্গে এল স্ত্রীর স্ন্যাক্স পরিবেশন ইস্যু

বিবাহ বিচ্ছেদের পর স্বামীর প্রতি ব্যবহার নিয়ে কোন নির্দেশ আদালতের।

বিবাহ বিচ্ছেদের পর সন্তানকে দেখতে যাওয়ার অধিকার নিয়ে বলতে গিয়ে আদালাত জানিয়েছিল, সন্তান তার বাবা মায়ের থেকে আদর আর ভালোবাসা চায়। ফলে সেই মতো পরিবেশ ধরে রাখতে হবে। আদালত বলছে, যদিও বিচ্ছেদের পর দম্পতির দুই তরফে সম্পর্ক ভালো নাও হতে পারে, তবে সন্তানের দিকে তাকিয়ে স্বস্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

স্বামী ছেড়ে চলে গেলেও, তিনি যদি তাঁর স্ত্রীর অধীনে থাকা তাঁর সন্তানদের সঙ্গে দেখা করতে আসেন তাহলে তাঁকে  সেই বিচ্ছিন্ন হওয়া স্বামীকে চা, বিস্কিট দিয়ে অতিথি সৎকারও করতে হবে স্ত্রীকে। এই নির্দেশকে সরিয়ে রাখল মাদ্রাজ হাইকোর্ট। জানাল কোর্টের নয়া অবস্থান।

বিচারপতি পরেশ উপাধ্যায় ও বিচারপতি ডি ভারত চকর্বর্তীর সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, এমন আচার ব্যবহার কোনও মতেই সেই বিচ্ছেদের বশবর্তী স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে অধিকারকে ব্যখ্যা করে না। উল্লেখ্য, এক মায়ের তরফে আসা মামলার প্রেক্ষিতে এই বার্তা দেয় আদালত। বিবাহ বিচ্ছেদের পর সন্তানকে দেখতে যাওয়ার অধিকার নিয়ে বলতে গিয়ে আদালাত জানিয়েছিল, সন্তান তার বাবা মায়ের থেকে আদর আর ভালোবাসা চায়। ফলে সেই মতো পরিবেশ ধরে রাখতে হবে।  আদালত বলছে, যদিও বিচ্ছেদের পর দম্পতির দুই তরফে সম্পর্ক ভালো নাও হতে পারে, তবে সন্তানের দিকে তাকিয়ে স্বস্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

যে মামলা নিয়ে এই প্রসঙ্গ ওঠে, তা হল, এক মহিলার। তিনি আদালতে আবেদন করেন যে, বিবাহ বিচ্ছেদের পর তিনি গুরুগ্রামে চাকরি পেয়েছেন। সেখানে তাঁর সন্তানকে স্কুলে ভর্তি করাতে চান। তাতে বাধ সাধেন ওই সন্তানদের বাবা। তিনি বলছেন, এতে তাঁর পক্ষে সন্তানের সঙ্গে দেখা করা মুশকিল হবে। কোর্টের দেওয়া আগের নির্দেশের নিরিখে ওই মহিলা প্রশ্ন তোলেন যে, পরিবেশ যদি ঠিক রাখার নামে এটা নির্দেশ করতে থাকে কোর্ট যে একজন মহিলার আচার ব্যবহার কেমন হওয়া উচিত, তাহলে সেটা ‘প্রিচিং’ । সেই প্রেক্ষাপটেই ওই মহিলাকে তাঁর সন্তানকে নিয়ে গুরুগ্রামে যাওয়ার নির্দেশ দেয় আদালত।

 

 

 

 

 

বন্ধ করুন