দেশের রাজ পরিবারগুলির অন্দরের নানা ঘটনা নিয়ে আগ্রহ ও কৌতূহল অনেকেরই রয়েছে। এবার রাজপরিবারের এক ঘটনা তুলে ধরতে গিয়ে, বরোদার রাজবধূ রাধিকারাজে গায়কোয়াড়ের এক মন্তব্য ঘিরে নেটপাড়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। একা সাক্ষাৎকারে রাধিকারাজে বলেন, একটা সময় রাজ পরিবারগুলিকে আর্থিক কষ্ট সহ্য করতে হয়েছে, ‘প্রিভি পার্স’ এর অবলুপ্তির পর। সেই আর্থিক কষ্টের সময়, রাজপরিবারগুলি সোনার বাসন বিক্রি করেছে, বলে বরোদার রানি যে মন্তব্য করেছেন, তা নিয়ে সরগরম নেটপাড়া।
উল্লেখ্য, ‘প্রিভি পার্স’ হচ্ছে একটি বিশেষ শব্দ বন্ধনী, যারা দ্বারা বোঝানো হয়, স্বাধীনতার পর রাজপরিবারগুলির শাসনাধীন রাজ্যে প্রাক্তন রাজাদের যে ফান্ডের টাকা বন্টন করা হয়েছে, সেই ফান্ডকে। এই ফান্ডের টাকা থেকে কোন রাজাকে কত দেওয়া হবে, তা রাজ্য়ের কলেবরের উপর নির্ভর করত। এই 'প্রিভি পার্স' ১৯৭১ সালে অবলুপ্ত করা হয়। তার হাত ধরেই রাজাদের কিছু বিশেষ অধিকারও খর্ব হয়। বহু রাজপরিবারই নিজেদের বিলাসিতা বজায় রাখতে প্রিভি পার্সের উপর নির্ভরশীল ছিল। ফলে ‘প্রিভি পার্স’ অবলুপ্তির পর তার তৎক্ষণাৎ প্রভাব পড়ে, বহু রাজপরিবারে।
এদিকে, বরোদার রাজবধূ বলেন, ওই প্রিভি পার্স উঠে যাওয়ার পর বহু রাজপরিবারকে নিজেদের সোনার বাসন বিক্রি করতে হয়, এছাড়াও বহু মহামূল্যবান সম্পত্তি বহু রাজপরিবার সেই সময় বিক্রি করেছিল বলে তাঁর দাবি। রণবীর আলাহাবাদিয়ার পডকাস্টে রাধিকারাজে বলেন, ‘ ইন্দিরা গান্ধী প্রিভি পার্স সরানোর পর এটা কঠিন হয়ে যায়।’ রাধিকারাজে আরও বলেন,' আমাদের পরিবারের জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল।' তিনি একটি উদাহরণ তুলে ধরে বলতে গিয়ে বলেন, ‘উদাহরণ স্বরূপ কিছু পরিবারকে নিজেদের সোনা, রুপোর বাসন, মসনদ বিক্রি করতে হয়। অনেককে বাড়ি বিক্রি করতে হয়েছে।’ বরোদার মহারানি বলেছেন, এগুলি বিক্রি করতে রাজ পরিবারকে খুবই লজ্জিত হতে হয়েছিল। যেহেতু রাজপরিবারগুলি খোলাখুলি এগুলি বিক্রি করতে পারছিল না, সাই লুকিয়ে কম দামেই এগুলিকে বিক্রি করা হয় বলে দাবি করেন রাধিকারাজে।
রাধিকারাজের সাক্ষাৎকারের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বহু নেটিজেন কটাক্ষ করে বলছেন, ‘আমাদের কি এর জন্য সত্যিই খআরাপ লাগা উচিত?’ কেউ কেউ ভারতীয় রাজপরিবারকে ব্রিটিশদের সাথে যোগসাজশ করার জন্য অভিযুক্ত করেছেন, অন্যরা বলেছেন যে তারা দরিদ্র কৃষকদের ওপর নির্ঙর করে তাদের সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেকে মন্তব্য করেছেন,' তিনি কি সত্যিই তাঁদের বিক্রি করার জিনিসগুলির তালিকার মধ্যে একটি সিংহাসনের উল্লেখ করেছিলেন? যাঁদের বিক্রি করার মতো সিংহাসন নেই তাঁদের কী হবে?'