বাংলা নিউজ > ঘরে বাইরে > Mid Day Meal: মিড ডে মিলের খাবার খেয়ে ৩৬ পড়ুয়া অসুস্থ, উঠছে নানান প্রশ্ন, চাঞ্চল্য মহারাষ্ট্রের সাংলিতে

Mid Day Meal: মিড ডে মিলের খাবার খেয়ে ৩৬ পড়ুয়া অসুস্থ, উঠছে নানান প্রশ্ন, চাঞ্চল্য মহারাষ্ট্রের সাংলিতে

মহারাষ্ট্রে মিড ডে মিল খেয়ে অসুস্থ ৩৬ জন।

পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের এই অসুস্থতা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, মিডডে মিলের খাবারে ডাল ও চাল দিয়ে রান্না করে পদ তৈরি করা হয়। সেই খাবার স্কুলের ভিতরে থাকা রান্নাঘরেই রান্না হয়েছে। একটি স্থানীয় সংগঠন সেই রান্নার দায়িত্বে ছিল। তারপরও এই কাণ্ড কীভাবে ঘটল,তা নিয়ে উঠছে প্রশ্ন।

মহারাষ্ট্রের সাংলিতে মিড ডে মিল খেয়ে ৩৬ জন পড়ুয়ার অসুস্থতার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, খাবারে বিষক্রিয়ার জেরে এমন ঘটনা ঘটে গিয়েছে। অসুস্থতার পর ৩৫ জন পড়ুয়াকে হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে খবর। সাংলি এলাকার ওয়ানলেসওয়াড়ি হাইস্কুলে এই ঘটনা ঘটে গিয়েছে।

পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের এই অসুস্থতা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, মিডডে মিলের খাবারে ডাল ও চাল দিয়ে রান্না করে পদ তৈরি করা হয়। সেই খাবার স্কুলের ভিতরে থাকা রান্নাঘরেই রান্না হয়েছে। একটি স্থানীয় সংগঠন সেই রান্নার দায়িত্বে ছিল। তারপরও এই কাণ্ড কীভাবে ঘটল,তা নিয়ে উঠছে প্রশ্ন। খেয়ে অসুস্থতার পরই পেটে ব্যথার সমস্যা নিয়ে ভুগেছে বহু পড়ুয়া। কয়েকজন সেখানে বমি করতে শুরু করে দেয়। ৩৬ জনের মধ্যে একজন পড়ুয়া এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। এলাকার শিক্ষা সংক্রান্ত অফিসার মোহন গায়কোয়াড় বলছেন, ‘মিডডে মিল খাওয়ার পর ৩৬ জন পেটে ব্যথার সমস্যা নিয়ে হাজির হয়। প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে একজন পড়ুয়া ভর্তি হয়। তাকে স্যালাইন দেওয়া হয়েছে, তার অবস্থা স্থিতিশীল।’ ( বাজেট অধিবেশনে বিজেপিকে টার্গেট করে কংগ্রেসের তুরুপের তাস কী?)

কেন এমন পরিস্থিতি তৈরি হল, খাবারে কীভাবে বিষক্রিয়া হয়েছে, তা নিয়ে তদন্তের নির্দেশ এসেছে প্রশাসনিক তরফে। তদন্ত শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। স্কুলের সেন্ট্রাল হল কিচেন-এর নানান নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। তিন সদস্যের একটি কমিটি গড়ে গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এলাকার পুরসভার ডেপুটি কমিশনার হাসপাতালে গিয়ে অসুস্থ শিশুদের সঙ্গে দেখা করেন। উল্লেখ্য, মিডডে মিলের খাবার খেয়ে শিশুদের অসুস্থতার ঘটনা প্রায়ই দেখা যাচ্ছে গোটা দেশে। ২ সপ্তাহ আগে পশ্চিমবঙ্গেও এমনই এক ঘটনা দেখা গিয়েছিল। সেখানে মিডডে মিলে টিকটিকি ও ইঁদুর পাওয়া যায়। অন্তত ২৫ জন পড়ুয়া ঘটনায় অসুস্থ হয়েছিল। ভাঙড়ের টোনা উড়িয়াপাড়া গাজিপুর অবৈতনিক স্কুলে খাবারে টিকটিকি পড়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় সপ্তাহ খানেক আগে। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

 

 

 

 

 

 

বন্ধ করুন