সামনেই মহারাষ্ট্র বিধানসভা ভোট। তার আগে, বিজেপির অন্দরে তুঙ্গে কোন্দল। গোটা ঘটনা ঘটে গিয়েছে এক স্লোগানকে কেন্দ্র করে। কিছুদিন আগেই মহারাষ্ট্রে বিজেপির হয়ে ভোট প্রচারে গিয়ে বিজেপির নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’র (বিভক্ত হলেই পতন) স্লোগান দেন। যে স্লোগান নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে মহারাষ্ট্র বিজেপির কিছু প্রথম সারির নেতা নেত্রীর মধ্যে।
বিজেপির এমএলসি পঙ্কজা মুন্ডে আগেই যোগীর ওই মন্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। এরপর এই স্লোগান নিয়ে মুখ খোলেন বিজেপির নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন অশোক চভন। তিনি এক সাক্ষাৎকারে সাফ জানান, এই স্লোগানের পক্ষে তিনি নন। অশোক বলেন, ' এই (স্লোগান) কোনো প্রাসঙ্গিকতা নেই। নির্বাচনের সময় স্লোগান দেওয়া হয়। এই বিশেষ স্লোগানটি ভাল রুচির নয় এবং আমি মনে করি না মানুষ এর প্রশংসা করবে। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি এ ধরনের স্লোগানের পক্ষে নই।' কংগ্রেস থেকে সদ্য বিজেপিতে যোগদান করা অশোক চভন বলেন,' প্রতিটি রাজনৈতিক কর্মীকে অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হয়। আমাদেরও দেখতে হবে যেন কারো অনুভূতিতে আঘাত না লাগে।' শুধু যোগীর দেওয়া স্লোগানই নয়, তার আগে মহারাষ্ট্রে বিজেপির প্রচার সভা থেকে ওঠা ‘ভোট জেহাদ’, ‘ধর্ম যুদ্ধ’ এর মতো মন্তব্যও উঠে আসে। এর আগে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীল দেবেন্দ্র ফড়নবীশ বলেন, ভোট জিহাদকে রুখতে দরকার ভোটের ধর্মযুদ্ধ। এদিকে, এই ‘ভোট জেহাদ’, ‘ধর্ম যুদ্ধ’ এর মতো মন্তব্যকেও সমর্থন করেননি অশোক চভন।
সদ্য কংগ্রেস ছেড়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজেপিতে যোগ দিয়েছেন অশোক চভন। এদিকে, সামনেই ২০ নভেম্বর রয়েছে মহারাষ্ট্রে হাইভোল্টেজ ভোট। তার আগে, দেবেন্দ্র ফড়নবীশের ওই ভোট জেহাদ মন্তব্য নিয়েও সরব হয়েছেন চভন। ভোট জেহাদ স্লোগান প্রসঙ্গে তাঁর মন্তব্য,' আমি খুব একটা গুরুত্ব দিই না (ভোট জিহাদ শব্দে)। ব্যক্তিগতভাবে বলতে গেলে উন্নয়নই আমার একমাত্র এজেন্ডা। তাই দল পরিবর্তন করলেও মানুষ আমার অবস্থানের প্রশংসা করে।'