প্রবল চাপের মুখে ‘আবেগ’ কার্ড উদ্ধবের, সংখ্যায় এগিয়ে ‘প্রকৃত শিবসৈনিক’ শিন্ডে
Updated: 24 Jun 2022, 11:18 PM IST- Maharashtra Crisis Update: মহারাষ্ট্র-সহ দেশের অন্যান্য প্রান্তের যাবতীয় খবর জানতে নজর রাখুন এখানে।
Maharashtra Crisis Live Update: যত সময় যাচ্ছে, তত মহারাষ্ট্রের 'মহা' নাটকে ব্যাকফুটে পড়ে যাচ্ছেন উদ্ধব ঠাকরে। ইতিমধ্যে ডেপুটি স্পিকারকে চিঠি লিখে একনাথ শিন্ডেকে নিজেদের পরিষদীয় নেতা হিসেবে দাবি করেছেন কমপক্ষে ৩৮ জন শিবসেনা বিধায়ক। তারইমধ্যে শিন্ডে-সহ ১৮ জন (১২+৬) বিদ্রোহী বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের জন্য ইতিমধ্যে আর্জি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে: আপনারা যদি মনে করেন যে আমি দল চালানোর উপযুক্ত নই, আমায় বলে দিন। নিজেকে দলের থেকে দূরে সরিয়ে নিতে তৈরি আমি। আপনার আময় বলতে পারেন। আপনার আমায় শ্রদ্ধা করেছেন, কারণ বালাসাহেব সেটা বলে গিয়েছিলেন। যদি আপনার বলেন যে আমি পারছি না, তাহলে এই মুহূর্তেই দল থেকে বেরিয়ে যেতে রাজি আমি।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে: হিন্দুত্বের নামে বিজেপি এবং শিবসেনাকে যখন অচ্ছুত মনে করা হত এবং কেউ বিজেপির সঙ্গে হাত মেলানোর পক্ষে ছিল না, তখন বালাসাহেব বলেছিলেন যে হিন্দু ভোটের ভাগ হওয়া উচিত নয়। আমরা বিজেপির সঙ্গে ছিলাম। এখন সেটার ফল ভুগছি আমরা। যাঁরা আমাদের ছেড়ে গিয়েছেন, তাঁদের কাছে বিজেপির শিবিরে যাওয়া ছাড়া কোনও বিকল্প নেই। বিজেপি একটাই জিনিসই চায় - শিবসেনাকে শেষ করে দিতে চায়।
সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই: মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালকে সরিয়ে দেওয়ার তোড়জোড় করছেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা। বিদ্রোহী গোষ্ঠীর ৪৬ জনের স্বাক্ষর নিয়ে একটি প্রস্তাব তৈরি করার কাজ চলছে।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬৫৭। মৃত্যু দু'জনের। দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা।
মহারাষ্ট্র: মাতোশ্রীতে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে এলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।
সংবাদসংস্থা এএনআই: শিবসেনার জেলা নেতৃত্বের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে উদ্ধব ঠাকরে বলেন, 'আমার ঘাড়ে, মাথায় ব্যথা ছিল। আমি ঠিকভাবে কাজ করতে পারছি না। আমি চোখও খুলতে পারছিলাম না। কিন্তু আমি সেটার ভ্রূক্ষেপ করিনি। শিবাজি মহারাজ পরাজিত হয়েছিলেন। কিন্তু মানুষ সর্বদা তাঁর সঙ্গে ছিলেন।'
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার: একনাথ শিন্ডের গোষ্ঠী বলছে যে ওরাই শিবসেনা। তাই শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস মিলিয়ে সংখ্যাগরিষ্ঠতা আছে। আজ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে মাতোশ্রীতে যাবেন এনসিপি নেতারা। গতকালের মতোই অবস্থানে অবিচল আছি আমরা। আমরা সরকারকে স্থিতিশীল রাখার চেষ্টা করব।
অঙ্কিতা অধিকারীর শূন্যপদে চাকরি দিতে হবে ববিতা সরকারকে। আগামী ৩০ জুনের মধ্যে নিয়োগপত্র দিতে হবে। নির্দেশ কলকাতা হাইকোর্ট।
আগামী ২৫ জুন বাংলাদেশ স্থানীয় সময় সকাল ১০টায় উদ্বোধন হতে চলেছে পদ্মা সেতুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করবেন – বিস্তারিত পড়ুন
গুয়াহাটির হোটেল থেকে বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে দাবি করলেন, ৩৮ জন শিবসেনা বিধায়কের সমর্থন আছে। নিয়ম অনুযায়ী, ৩৭ জন শিবসেনা বিধায়ক থাকলেই দলত্যাগ বিরোধী আইনের জালে আটকাতে হবে না একনাথকে।
বন্যায় বিপর্যস্ত অসম। তারইমধ্যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার আচরণ নিয়ে তোপ দেগেছেন বিরোধীরা। তারইমধ্যে দিল্লি থেকে হিমন্ত বললেন, ‘দেশের সব বিধায়ককে অসমে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমি যদি কাউকে হোটেলে আসতে না দিই, তাহলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কী হবে?’ উদ্ধব ঠাকরকেও অসমে ছুটি কাটাতে আসতে বলেন হিমন্ত।
নিজেদের প্রার্থী আছে। তবে নিজেদের প্রার্থীর পরিবর্তে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে সমর্থনের জন্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন দ্রৌপদী মুর্মু। সূত্র উদ্ধৃত করে জানাল সংবাদসংস্থা এএনআই। ওই প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী এবং এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের কাছেও গিয়েছে দ্রৌপদীর ফোন।
মেট্রোর কাজের সময় রাস্তা বসে গেল ইএম বাইপাসের একাংশ। মেট্রোপলিটনের কাছে রাস্তা হয়ে গিয়েছে। মেট্রোর পাইলিংয়ের সময় বিপত্তি হয়। আপাতত রাস্তা ভরাটের কাজ চলছে। সোমবার সেই কাজ হতে পারে।
একপাশে বসে নরেন্দ্র মোদী, জেপি নড্ডা। অন্য পাশে বসে রাজনাথ সিং এবং অমিত শাহ। তাঁদের মধ্যমণি হয়ে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু।
এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাতের পর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত: শুধু আইনি পথ নয়, যাবতীয় বিকল্প ভেবেচিন্তে দেখা হচ্ছে। আমরা আত্মসমর্পণ করব না। বিধানসভায় সংখ্যার পরীক্ষায় আমরা জিতব। রাস্তায় নেমে লড়াই করতে হলেও আমরা জিতব। যাঁরা আমাদের সম্মুখীন হতে চান, তাঁদেক মুম্বই আসতে হবে। ওঁরা (একনাথ শিন্ডেরা) ভুল পদক্ষেপ করেছে। সাহস থাকলে মুম্বই আসুক।
গুয়াহাটিতে সঞ্জয় ভোঁসলে নামে এক শিবসেনা 'নেতাকে' আটক করল অসম পুলিশ। শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডেরা যে হোটেলে আছেন, সেই হোটেলের বাইরে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ভোঁসলের হাতে একটি প্ল্যাকার্ড ছিল। তাতে একনাথকে 'মাতোশ্রী'-তে (উদ্ধব ঠাকরের বাড়ি) ফিরে যাওয়ার আর্জি জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁকে একটি পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়।
কেন্দ্রীয় মন্ত্রী রামদান আথাওয়ালে: উদ্ধব ঠাকরের সময় শেষ। শিবসেনার অধিকাংশ অধিকাংশ একনাথ শিন্ডের সঙ্গে থাকবেন। বিজেপির সমর্থনে সরকার গড়বেন উনি।
মুম্বইয়ে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করতে এলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।
গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীদের ক্লিনচিট দিয়েছিল সিট। সেই সিদ্ধান্তের বিরোধিতায় মামলা দায়ের করেছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির বিধবা স্ত্রী জাকিয়া। সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। – বিস্তারিত পড়ুন এখানে
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত: কাগজে-কলমে স্রেফ সংখ্যা দেখাচ্ছেন একনাথ শিন্ডেরা। বিষয়টি আইনি পথে গড়াবে।
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত: এক কেন্দ্রীয় মন্ত্রী হুমকি দিচ্ছেন শরদ পাওয়ারকে। মুম্বইয়ে ঢুকতে দেবেন না হুমকি দিচ্ছেন। হুমকি নিয়ে আপনাদের কী অবস্থান? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুনে নিন, মহারাষ্ট্র জানতে চায় যে আপনারা এরকম হুমকিতে সমর্থন করেন কিনা।
এবার নাম বদলে দিয়ে বিতর্কে জড়াল ভারতীয় রেল। মালার প্রাক্তন প্রয়াত রেলমন্ত্রী গনিখান চৌধুরী একটি পার্ক তৈরি করেছিলেন। এবার হঠাৎই সেই পার্কের নাম বদলে দিল রেল। যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। আর এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন মালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার।
কলকাতায় মূল্যবৃদ্ধি: কাটা মুরগির মাংসের দাম বেড়ে ২৬০-২৭০ টাকায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে, ১০-২০ টাকা বেড়েছে মুরগির মাংসের দাম। ডিমের দাম ৬.৫ টাকায় ঠেকেছে।
রাষ্ট্রপতি নির্বাচন: আজ মনোনয়নপত্র জমা দেবেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএয়ের প্রার্থী দ্রৌপদী মুর্মু।
সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা: হাফ-সেঞ্চুরি করতে চলেছে একনাথ শিন্ডে শিবির। আজ গুয়াহাটিতে আরও শিবসেনা বিধায়ক পৌঁছাতে পারেন।
গুয়াহাটি থেকে বিদ্রোহী শিবসেনা বিধায়ক সঞ্জয় শিরসত: অতীতে একাধিকধার উদ্ধবজি'কে জানানো হয়েছিল যে শিবসেনা শেষ করে দেওয়ার চেষ্টা করছে এনসিপি এবং কংগ্রেস। তাঁর সঙ্গে দেখা করার জন্য উদ্ধবজি'র থেকে একাধিকবার সময় চাওয়া হয়েছিল। কিন্তু উনি কখনও দেখা করেননি।
যত সময় যাচ্ছে, তত ব্যাকফুটে চলে যাচ্ছেন উদ্ধব ঠাকরেরা। বিধানসভায় কি পরীক্ষার মুখে বসবেন তাঁরা?
সংখ্যার হিসাব অনুযায়ী, ৩৭ জন শিবসেনা বিধায়কের সমর্থন পেলে দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়বেন না একনাথ শিন্ডেরা। তারইমধ্যে শিন্ডে শিবিরের দাবি, তাঁদের হাতে ৩৭ জনের বেশি শিবসেনা বিধায়ক আছেন। সঙ্গে মোট ৪২ জন বিধায়কের সমর্থন আছে শিন্ডের পক্ষে।
Maharashtra Crisis Live Update: যত সময় যাচ্ছে, তত মহারাষ্ট্রের 'মহা' নাটকে ব্যাকফুটে পড়ে যাচ্ছেন উদ্ধব ঠাকরে। ইতিমধ্যে ডেপুটি স্পিকারকে চিঠি লিখে একনাথ শিন্ডেকে নিজেদের দলনেতা হিসেবে দাবি করেছেন কমপক্ষে ৩৭ জন শিবসেনা বিধায়ক। তারইমধ্যে শিন্ডে-সহ ১২ জন বিদ্রোহী বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের জন্য ইতিমধ্যে আর্জি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত। অন্যদিকে, পশ্চিমবঙ্গ-সহ দেশের অন্যান্য প্রান্তের যাবতীয় খবর জানতে নজর রাখুন লাইভ ব্লগে।