কেন্দ্রীয় সরকার মারাঠিকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার পর এবার মারাঠি ভাষা নিয়ে কঠোর পদক্ষেপ করল মহারাষ্ট্র সরকার। সমস্ত সরকারি অফিসে বাধ্যতামূলক করা হল মারাঠি ভাষা। এনিয়ে একটি নির্দেশ জারি করেছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সরকার। নির্দেশে বলা হয়েছে, রাজ্য জুড়ে সমস্ত সরকারি ও আধা-সরকারি অফিসে বাধ্যতামূলকভাবে মারাঠি ভাষায় কথা বলতে হবে। শুধু তাই নয়, নিয়ম ভাঙলে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: মহারাষ্ট্রে পড়ুয়াদের মিড ডে মিলে কোপ, ডিম, চিনিতে অর্থ বরাদ্দ বন্ধ করল সরকার
তবে এই নির্দেশ শুধুমাত্র মহারাষ্ট্রের বাসিন্দাদের জন্যই প্রযোজ্য হবে। নির্দেশ অনুযায়ী, বিদেশি বা ভিন রাজ্য থেকে আসা নাগরিকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মারাঠি ভাষা বাধ্যতামূলক নয়। এই প্রস্তাবটি সরকারি অফিস, আধা-সরকারি সংস্থা, মহারাষ্ট্র সরকারের অধীনে কর্পোরেশন এবং অন্যান্য সংশ্লিষ্ট অফিসের ক্ষেত্রে প্রযোজ্য। আরও বলা হয়েছে, এই নির্দেশিকা লঙ্ঘনকে শৃঙ্খলাভঙ্গ বলে গণ্য করা হবে। নাগরিকরা নিয়ম মেনে চলতে ব্যর্থ কর্মচারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অফিস বা বিভাগের ইনচার্জের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন। প্রস্তাবে বলা হয়েছে, অভিযোগকারী যদি গৃহীত পদক্ষেপে সন্তুষ্ট না হন, তাহলে তারা আরও হস্তক্ষেপের জন্য বিষয়টি মহারাষ্ট্র আইনসভার মারাঠি ভাষা কমিটির কাছে পাঠাতে পারেন।
এই পদক্ষেপের লক্ষ্য হল সরকারি যোগাযোগের ক্ষেত্রে মারাঠির ব্যবহার জোরদার করা এবং সরকারি অফিসে মারাঠিভাষী নাগরিকদের জন্য আরও ভালো প্রবেশাধিকার নিশ্চিত করা। উল্লেখ্য, মহারাষ্ট্র রাজ্যের খসড়া মারাঠি ভাষা নীতি ২০২৪ সালের ১২ মার্চে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে মারাঠি ভাষা বিভাগ রাজ্যের মারাঠি ভাষা নীতি ঘোষণা করেছে।
মারাঠি ভাষা সংরক্ষণ, প্রচার, প্রসার এবং উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপগুলিকে আরও এগিয়ে নেওয়ার জন্য সকল জনসাধারণের কাছে মারাঠি ব্যবহারের সুপারিশ করা হয়েছিল তাতে। এটি মাথায় রেখে সকল স্তরে যোগাযোগ এবং লেনদেনের জন্য মারাঠি ভাষা ব্যবহার করা প্রয়োজনীয়তার বিষয়টি মারাঠি ভাষা নীতিতে সুপারিশ করা হয়। এই সরকারি নীতির মূল লক্ষ্য হল অন্যান্য উদ্দেশ্যের পাশাপাশি আগামী ২৫ বছরে মারাঠি ভাষাকে জ্ঞান ও কর্মসংস্থানের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা। নির্দেশে আরও বলা হয়েছে, যে সমস্ত অফিসের কম্পিউটারের কীবোর্ডে রোমান বর্ণমালা ছাড়াও মারাঠি দেবনাগরী বর্ণমালা থাকতে হবে।