৪০ হাজার নতুন করে আক্রান্ত মহারাষ্ট্রে। আর তার নিরিখে কোভিড নিয়ে আরও কড়া পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার। এদিকে মহারাষ্ট্রে ওমিক্রনের বাড়াবাড়িও যথেষ্ট। সব মিলিয়ে ১০০৯জন ওমিক্রনে আক্রান্তের সন্ধান মিলেছে মহারাষ্ট্রে। এবার সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জরুরী প্রয়োজন ছাড়া রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাস্তায় বের হওয়া যাবে না। ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত একসঙ্গে ৫জন বা তার অধিক মানুষ থাকতে পারবেন না। ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরেই কেউ পাবলিক ট্রান্সপোর্টে চড়তে পারবেন। শহরতলির ট্রেন ও বাসেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেবলমাত্র জরুরী কাজগুলি ২৪ ঘণ্টা করা যাবে। তারমধ্যে চিকিৎসা সংক্রান্ত বিষয়, ট্রেন, বাস, বিমান ধরার বিষয়গুলি সংযুক্ত থাকবে।
মুখ্য়সচিব দেবাশিস চক্রবর্তীর জারি করা নির্দেশে উল্লেখ করা হয়েছে, সুইমিং পুল, জিম, স্পা, বিউটি পার্লার বন্ধ রাখতে হবে। তবে ৫০ শতাংশ লোকজন নিয়ে হেয়ার কাটিং সেলুন চলতে পারে। বিনোদন পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর, দুর্গ, স্থানীয় পর্যটনকেন্দ্রগুলি বন্ধ রাখা হবে। রেস্তরাঁ ৫০ শতাংশকে নিয়ে চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত এটি বন্ধ থাকবে। সিনেমা হল, থিয়েটার, অডিটোরিয়াম ৫০ শতাংশকে নিয়ে চালু থাকবে। তবে সেগুলো রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ রাখতে হবে। সরকারি অফিসে বহিরাগতদের অনুমতি নিয়েই ঢুকতে হবে। বেসরকারি ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের উপর জোর দিতে হবে। কোনও অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০জন জড়ো হতে পারেন। সৎকারে মাত্র ২০জন থাকার অনুমতি দেওয়া হচ্ছে।