মহারাষ্ট্রের ভান্ডারায় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণের জেরে একজনের মৃত্যু হল। আহত হয়েছেন কয়েকজন। ভান্ডারার জেলাশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, মোট ১৪ জন আটকে পড়েছেন বলে প্রাথমিকভাবে খবর মিলেছিল। তিনজনকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। বাকিদেরও উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে (পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে)। ঘটনাস্থলে দমকল, মেডিক্যাল টিম, স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ অন্যান্য দফতরের উদ্ধারকারীরা আছেন। মোতায়েন করা আছে অ্যাম্বুলেন্সও।
তারইমধ্যে সেই ঘটনার জন্য নরেন্দ্র মোদী সরকারের দিকে আঙুল তুলেছে কংগ্রেস। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে বলেন, ‘এটা মোদী সরকারের ব্যর্থতা।’ যদিও সেই বিষয় নিয়ে আপাতত বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি। বিজেপি-শাসিত রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও কংগ্রেসের সেই অভিযোগ নিয়ে মুখ খোলেননি। মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করে বর্তমান পরিস্থিতির বিষয়ে জানিয়েছেন।
‘মোদী সরকারের ব্যর্থতা…’, আক্রমণ কংগ্রেসের
যে ঘটনা শুক্রবার সকালে ঘটেছে। ভান্ডারির জেলাশাসক জানিয়েছেন, শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিটে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়। জহরনগর এলাকায় অবস্থিত অর্ডন্যান্স ফ্যাক্টরির এলটিপি সেকশনে বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন জেলাশাসক। তিনি জানিয়েছেন, যখন বিস্ফোরণ হয়, সেইসময় ওই সেকশনে মোট ১৪ জন কর্মী কাজ করছিলেন। তাঁদের মধ্যে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত্যু হয়েছে একজনের।
বিস্ফোরণে ভেঙে পড়ে ছাদ
উদ্ধারকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় অর্ডন্যান্স ফ্যাক্টরির (ভারতের সামরিক বাহিনীর জন্য কাজ করা) ছাদ ভেঙে পড়ে। আর সেই ধ্বংসস্তূপের নীচে কয়েকজন আটকে পড়েন। ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের সুরক্ষিতভাবে বের করে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। সেজন্য আনা হয়েছে বড় যন্ত্রপাতি।
মৃতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর
আর সেই ঘটনা নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভান্ডারা জেলায় অর্ডন্যাস ফ্যাক্টরিতে বিস্ফোরণের জেরে ছাদ ভেঙে পড়ে ১৩-১৪ জন কর্মী আটকে পড়েছেন। এখনও পর্যন্ত যা খবর মিলেছে, তাতে দুর্ভাগ্যজনকভাবে একজনের মৃত্যু হয়েছে। সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে পাঁচজনকে। ঘটনাস্থলে আছে ভান্ডারার জেলাশাসক এবং পুলিশ সুপার। যাবতীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
তিনি আরও জানিয়েছেন, উদ্ধারকাজের জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নাগপুর পুরসভার দলকেও ডাকা হয়েছে। শীঘ্রই তারা ঘটনাস্থলে পৌঁছে যাবে। প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে উদ্ধারকাজে হাত লাগিয়েছে জেলা প্রশাসনও। চিকিৎসার জন্যও সংশ্লিষ্ট টিমকে তৈরি রাখা হয়েছে। সেইসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘এই ঘটনায় যে ব্যক্তি প্রাণ হারিয়েছেন, তাঁকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই।’