আজই সন্ধ্যা ৭টা বা সাড়ে সাতটা নাগাদ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীস। এদিন তাঁর সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী দে শপথ নিতে চলেছেন একনাথ শিন্ডে। প্রায় দশদিন আগে ২১ বিধায়ককে নিয়ে গুজরাটের উদ্দেশে রওনা দিয়েছিলেন একনাথ শিন্ডে। তারপর সেখান থেকে উত্তর-পূর্বের রাজ্য অসমে চলে যান একনাথরা। সেখানে ধীরে ধীরে বিদ্রোহীদের শক্তি বৃদ্ধি হয়। এরপর গতকালই গোয়ায় পা রাখেন একনাথরা। তিন বিজেপি শাসিত রাজ্য ঘুরে এবার আজ একনাথ পা রাখলেন নিজ রাজ্যে।
এর আগে আজ সকালে এক টুইট করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান একনাথ। উল্লেখ্য, উদ্ধবের পদত্যাগের পর সেটাই ছিল একনাথের প্রথম টুইট। একনাথ জানিয়ে দেন, শীঘ্রই বিজেপির সঙ্গে মন্ত্রক বণ্টন নিয়ে আলোচনা হবে। তাঁর দাবি, বাকি যা সব খবর প্রকাশিত হয়েছে বা হচ্ছে, তার সবটাই গুজব ও রটনা। এদিন টুইট করে একনাথ লেখেন, ‘আমাদের ফোকাস হল বালাসাহেব ঠাকরের হিন্দুত্বের ধারণাকে এগিয়ে নিয়ে যাওয়া, আনন্দ দীঘের শিক্ষার প্রসার এবং মহারাষ্ট্র এবং বিধায়কদের এলাকাগুলির সামগ্রিক উন্নয়ন।’
গুয়াহাটি থেকে গতকাল রাতেই গোয়া পৌঁছে যান একনাথ শিন্ডেরা। শিবসেনার বিদ্রোহী বিধায়কদের আজই মুম্বইতে পা রাখার কথা। এদিকে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছে যে একনাথ শিন্ডেকে উপমুখ্যমন্ত্রী করে মোট ১৩টি মন্ত্রক দেওয়া হতে পারে। এর মধ্যে ৮টি ক্যাবিনেট পদ এবং পাঁচটি রাজ্যমন্ত্রীর পদ হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বিজেপি প্রথম থেকেই দাবি করে এসেছে যে শিবসেনার বিদ্রোহীদের সঙ্গে তাদের কোনও যোগাযোগ হয়নি।