বাংলা নিউজ > ঘরে বাইরে > Maharashtra Speaker Election: 'প্রাক্তন'-র বেদনা পেল শিবসেনা ও NCP, মহারাষ্ট্র বিধানসভার স্পিকার BJP-র রাহুল

Maharashtra Speaker Election: 'প্রাক্তন'-র বেদনা পেল শিবসেনা ও NCP, মহারাষ্ট্র বিধানসভার স্পিকার BJP-র রাহুল

বিজেপির রাহুল নরওয়েকার। (ছবি সৌজন্যে এএনআই)

Maharashtra Speaker Election: মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নির্বাচনের ভোটাভুটিতে ১৬৪ ভোট পান বিজেপি বিধায়ক। যা নয়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেদের প্রথম জয়। উদ্ধব ঠাকরেদের প্রার্থী পেয়েছেন ১০৭ ভোট।

মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন বিজেপির রাহুল নরওয়েকার। রবিবার সকালে ভোটাভুটিতে ১৬৪ ভোট পান কোলাবার বিধায়ক। যা ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভার ‘ম্যাজিক ফিগার’-র থেকে বেশি। অন্যদিকে, উদ্ধব ঠাকরেদের প্রার্থী তথা শিবসেনা বিধায়ক রজন সালভি পেয়েছেন ১০৭ ভোট। 

গত বছরের ফেব্রুয়ারি থেকে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার পদে শূন্যস্থান তৈরি হয়েছিল। কংগ্রেসের নানা পাটোলে ইস্তফা দিয়েছিলেন। তারপর থেকে স্পিকারের কাজ সামলাচ্ছিলেন ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল। গত কয়েক সপ্তাহ ধরে মহারাষ্ট্রে যে রাজনৈতিক নাটক চলেছে, সেক্ষেত্রে স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 

আরও পড়ুন: শিবসেনার পর এবার NCP? মারাঠা রাজনীতিতে ঝড় তুলতে নয়া ছক কষবে BJP?

সেই পরিস্থিতিতে রবিবার স্পিকার নির্বাচনের জন্য ভোটাভুটি হয়। উইপ জারি করেছিল শিবসেনা। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। বরং বাজিমাত করেন রাহুল। যিনি ১৫ বছর শিবসেনায় ছিলেন। ঘনিষ্ঠ ছিলেন আদিত্য ঠাকরের। ২০১৪ সালে বিধানসভা ভোটের টিকিট না পেয়ে শিবসেনা ছেড়েছিলেন। গিয়েছিলেন এনসিপিতে।

মহারাষ্ট্রের নাটক এবং নয়া মুখ্যমন্ত্রী

গত বুধবার উদ্ধব মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেন। তারপর থেকে কানাঘুষো চলছিল, একনাথকে উপ-মুখ্যমন্ত্রী করা হবে। হাতে বেশি বিধায়ক থাকায় আবারও মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন দেবেন্দ্র ফড়ণবীস। কিন্তু বৃহস্পতিবার চমক দেয় বিজেপি। শিন্ডেকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে ফড়ণবীস ঘোষণা করেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনার বিদ্রোহী নেতা। 

আরও পড়ুন: Dia-Vivek: 'এই গ্রহের যত্ন নিয়েছেন', উদ্ধবকে ধন্যবাদ দিয়ার, 'বলিউড গ্রহের?' কটাক্ষ বিবেকের

বিজেপির মাস্টারস্ট্রোক

বিজেপির সেই সিদ্ধান্তকে মাস্ট্রারস্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপি ভালোমতোই জানে যে রাজনৈতিক চাবিকাঠি তাদের হাতেই থাকবে। কিন্তু শিন্ডেকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর ফলে জনমানসে বার্তা যাবে যে ক্ষমতা দখলের জন্য উদ্ধব সরকারকে ‘ফেলেনি’ বিজেপি।

পরবর্তী খবর

Latest News

'ময়নাতদন্ত করতে দেব না'! চিকিৎসককে হুমকি রোগীর পরিবারের ‘পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন?’ নামানো হয়নি নির্দিষ্ট স্টেশনে, প্রৌঢ়ের মৃত্যুতে রেলের গাফিলতি, অভিযোগে বিক্ষোভ অটো-টোটোর দাপটে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে বহু রুট, পদক্ষেপের আর্জি বাস মালিকদের ২০২৩ বিশ্বকাপ ঘিরে টাকার বৃষ্টি হয়েছে ভারতে, হাজার কোটির প্রভাব অর্থনীতিতে: ICC সুকন্যার জামিনে মুক্তির খবরে নানুরে পাত পেড়ে চলল মাংস-ভাত! উদ্যোক্তা কে? ঘূর্ণাবর্তে ভাসবে বাংলা, ২ জেলায় কাল ভারী বৃষ্টি, শুক্রে ১৪টিতে, কোথায় ঝড় উঠবে? ‘তুমিই আমায় বারবার...’, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে অর্জুনের বাহুডোরে আবদ্ধ সৃজা ‘পশ্চিমবঙ্গে আজ আর বহুরূপীরা লোকশিল্পী নন, পথের ভিখারি হয়েছেন…’,লিখলেন শিবপ্রসাদ দুর্গাপুজো ২০২৪এ নবমী-দশমী একই দিনে পড়েছে! তিথি একনজরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.