সোমবার পশ্চিম মহারাষ্ট্রের সাংলি জেলার মিরাজ তহসিলের একটি গ্রামে একটি বাড়ি থেকে উদ্ধার হল নয় জনের মৃতদেহ। জানা গিয়েছে, মৃত নয়জনই একই পরিবারের সদস্য। পুলিশের প্রাথমিক অনুমান, নয় জনই এক সঙ্গে আত্মহত্যা করেছে। সাংলির পুলিশ সুপার দীক্ষিত গেদাম বলেন, ‘আমরা একটি বাড়ি থেকে নয়টি মৃতদেহ পেয়েছি। তিনটি মৃতদেহ এক জায়গায় পাওয়া গিয়েছে, আর ছয়টি বাড়ির অন্যান্য জায়গায় পাওয়া গিয়েছে।’
এই ঘটনাটি 'আত্মঘাতী চুক্তি' কিনা তা জানতে চাওয়া হলে পুলিশ সুপার বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং মৃত্যুর কারণ যাচাই করছে। আরও এক পুলিশ কর্মকর্তাও এই ঘটনা প্রসঙ্গে জানান, তাঁরা সন্দেহ করছেন যে এটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই কর্মকর্তা আরও বলেন, তাঁরা সন্দেহ করছেন যে আত্মঘাতী নয়জন কোনও বিষাক্ত পদার্থ খেয়েছেন।