চম্পারন সত্যাগ্রহের শতবার্ষিকী উদযাপনের সময় চরখা পার্কের ভিতরে মহাত্মা গান্ধীর মূর্তি স্থাপন করা হয়েছিল। সেই মূর্তি ভাঙচুর করার অভিযোগ উঠল। সোমবার সকালে বিহারের পূর্ব চম্পারন জেলার মতিহারিতে গান্ধীজীর মূর্তি ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহল থেকে সমালোচনার ঝড় উঠে এসেছে।এই ঘটনার ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। কে বা কারা মূর্তি ভাঙার ঘটনার সঙ্গে দায়ী পুলিশ তা জানার চেষ্টা করছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কয়েকজন দুষ্কৃতী গান্ধীজীর মূর্তি ভেঙে ফেলে দেয়। এরফলে মূর্তিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে নতুন করে সেখানে গান্ধীজীর মূর্তি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব চম্পারন জেলার পুলিশ সুপার ডক্টর কুমার আসিস জানিয়েছেন, ‘যারা মূর্তি ভাঙার পেছনে দায়ী ইতিমধ্যেই তাদের বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।’ দ্রুতই তাদের গ্রেফতার করা হবে বলে তিনি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূর্তি ভাঙার ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর করার দায়ে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে, গান্ধীজীর মূর্তি ভাঙার ঘটনা প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনায় সরব হয়েছে সমস্ত রাজনৈতিক দল। রাজ্য সরকারের কাছ থেকে নির্দেশ পাওয়ার পরে সেখানে পুনরায় গান্ধীজীর নতুন মূর্তি স্থাপন করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক শিরাসত কপিল অশোক। তিনি জানিয়েছেন, ‘ওই জায়গায় দ্রুত নতুন মূর্তি স্থাপন করা হবে’