বাংলা নিউজ > ঘরে বাইরে > বিহারে গান্ধীজীর মূর্তি ভাঙচুর, সমালোচনায় সরব সমস্ত রাজনৈতিক দল

বিহারে গান্ধীজীর মূর্তি ভাঙচুর, সমালোচনায় সরব সমস্ত রাজনৈতিক দল

এভাবেই ভাঙচুর করা হয়েছে গান্ধীজীর মূর্তি। ছবি সৌজন্যে হিন্দুষ্টান টাইমস।

এই ঘটনার ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। কে বা কারা মূর্তি ভাঙার ঘটনার সঙ্গে দায়ী পুলিশ তা জানার চেষ্টা করছে।

চম্পারন সত্যাগ্রহের শতবার্ষিকী উদযাপনের সময় চরখা পার্কের ভিতরে মহাত্মা গান্ধীর মূর্তি স্থাপন করা হয়েছিল। সেই মূর্তি ভাঙচুর করার অভিযোগ উঠল। সোমবার সকালে বিহারের পূর্ব চম্পারন জেলার মতিহারিতে গান্ধীজীর মূর্তি ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এ বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহল থেকে সমালোচনার ঝড় উঠে এসেছে।এই ঘটনার ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। কে বা কারা মূর্তি ভাঙার ঘটনার সঙ্গে দায়ী পুলিশ তা জানার চেষ্টা করছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কয়েকজন দুষ্কৃতী গান্ধীজীর মূর্তি ভেঙে ফেলে দেয়। এরফলে মূর্তিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে নতুন করে সেখানে গান্ধীজীর মূর্তি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব চম্পারন জেলার পুলিশ সুপার ডক্টর কুমার আসিস জানিয়েছেন, ‘যারা মূর্তি ভাঙার পেছনে দায়ী ইতিমধ্যেই তাদের বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।’ দ্রুতই তাদের গ্রেফতার করা হবে বলে তিনি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূর্তি ভাঙার ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর করার দায়ে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে, গান্ধীজীর মূর্তি ভাঙার ঘটনা প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনায় সরব হয়েছে সমস্ত রাজনৈতিক দল। রাজ্য সরকারের কাছ থেকে নির্দেশ পাওয়ার পরে সেখানে পুনরায় গান্ধীজীর নতুন মূর্তি স্থাপন করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক শিরাসত কপিল অশোক। তিনি জানিয়েছেন, ‘ওই জায়গায় দ্রুত নতুন মূর্তি স্থাপন করা হবে’

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ভারতের কড়া বার্তার পরই মন্দিরে ছুট মহম্মদ ইউনুসের, মুকুটচুরি ও বোমার বিচার হবে UEFA Nations League: লেওয়ানডোস্কির পোল্যান্ডকে ৩-১ হারাল পর্তুগাল, জিতল স্পেন ‘‌কার্নিভাল বয়কট করে বার্তা দিন’‌, আহ্বান শুভেন্দুর ‘‌রাগ কেন?‌’‌ পাল্টা কুণাল আলিয়ার কেরিয়ারে সবচেয়ে খারাপ বক্স অফিস ওপেনিং ‘জিগরা’-র, কী কারণ হতে পারে? ভিডিয়ো: এ কেমন শট! সঞ্জু স্যামসনের এই ছক্কা দেখে অবাক হয়ে গেলেন রবি শাস্ত্রী এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, মাথা ফাটল রোগীর আত্মীয়ের অধিনায়কত্ব চলে গিয়েছে, তবুও ম্যাচের সেরা হয়ে ক্যাপ্টেন সূর্যের প্রশংসা হার্দিকের ফালতু না বকে প্রমাণ দিন, খলিস্তানি নিজ্জরের খুন নিয়ে কানাডাকে কড়া বার্তা ভারতের হরিয়ানায় ইভিএমে অসঙ্গতি, নির্বাচন কমিশনের অভিযোগ ২০ জন কংগ্রেস প্রার্থীর বাদ পড়তে পারেন বাবর আজম! কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তানের নির্বাচক কমিটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.