বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘এই গাঁজা কি হিমালয়ের গুহাতেই মেলে?’, কোভিড নিয়ে মোদীর বক্তব্যকে কটাক্ষ মহুয়ার

‘এই গাঁজা কি হিমালয়ের গুহাতেই মেলে?’, কোভিড নিয়ে মোদীর বক্তব্যকে কটাক্ষ মহুয়ার

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

মহুয়া দাবি করেন, মোদীর অশুভ হাসি তাঁর কাছে ‘মোগাম্বো খুশ হুয়ার মতো’ লাগছে!

ফের রণংদেহি মূর্তি ধারণ তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের। এদিন লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রেকে টুইটবাণে বিঁধলেন কৃষ্ণনগরের সাংসদ। কটাক্ষ করে তিনি এও ইঙ্গিত করেন, বিজেপি সরকার গাঁজা সেবন করে লোকসভায় বক্তৃতা পেশ করে। পরপর টুইটে তিনি মোদীর বক্তব্য তুলে ধরে তোপ দাগেন বিজেপিকে।

এদিন সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ দেগে মহুয়া টুইট করে লেখেন, ‘ক্ষমা করবেন, কিন্তু এটা কি সত্যিই ভারতের প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রপতির ভাষণের জবাব দিচ্ছেন? এটা কি শুধু আমি, নাকি সত্যি তাঁর অশুভ হাসি ‘মোগাম্বো খুশ হুয়ার মতো’ লাগছে?’

এরপর মহুয়া অপর এক টুইটে আরও লেখেন, ‘এই সরকার হাউডি ট্রাম্প ইভেন্টের আয়োজন করেছিল, তারপর জনগণকে থালি বাজাতে বলেছিল, প্রদীপ জ্বালাতে বলেছিল, আর এখন করোনা ছড়ানোর জন্য তারা বিরোধীদের দোষারোপ করছে? এই বিশেষ জিনিস (স্টাফ: গাঁজা) কি শুধুমাত্র হিমালয়ের গুহাতেই পাওয়া যায়? আমি ভাবছি শুধু।’

এরপর মহুয়া টুইটে লেখেন, ‘কেন্দ্র আজ রাজ্যসভাকে বলেছে যে কোভিডকালে কতগুলি মৃতদেহ গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে, তার কোনও ধারণা তাদের কাছে নেই। মাননীয় প্রধানমন্ত্রী এটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে লোকসভায় বলেছেন ‘মহামারীর সময় দেশ কাউকে মরতে দেয়নি।’ হ্যাঁ, সাহস করে এসে বলুন, 'আমার সাহেব নগ্ন', সাহেব তোমার রামরাজে, লাশ-বাহন করে গঙ্গা।’

উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রী মোদী লোকসভায় বিরোধীদের কাঁধে দোষ চাপিয়ে দাবি করেন যে কোভিডকালে তাঁরা ‘পাপ’ করেছেন। বিরোধীদের উস্কানিতেই নাকি পরিযায়ীরা নিজেদের বাড়ি ফেরার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এবং এর জেরেই নাকি দেশে কোভিড ছড়িয়েছিল। মোদীর এই অভিযোগের প্রেক্ষিতে পাল্টা তোপ দেগেছেন বিরোধীরাও। কংগ্রেস মোদীর এই মন্তব্যের বিরোধিতা করা হয়। শিবসেনার রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও মোদীর বক্তব্যের বিরোধিতা করেন। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস সাংসদও মোদীর এই অভিযোগকে ছক্কা হাঁকিয়ে স্টেডিয়ামের বাইরে পাঠান।

বন্ধ করুন