বাংলা নিউজ > ঘরে বাইরে > Mahua Moitra: 'কর্তব্য পথ' নিয়ে চর্চার মাঝেই মহুয়ার টুইট-বাণে উঠল 'কিংকর্তব্যবিমূঢ় মঠ' এর উল্লেখ! নিশানায় মোদী সরকার

Mahua Moitra: 'কর্তব্য পথ' নিয়ে চর্চার মাঝেই মহুয়ার টুইট-বাণে উঠল 'কিংকর্তব্যবিমূঢ় মঠ' এর উল্লেখ! নিশানায় মোদী সরকার

মহুয়া মৈত্র। (PTI Photo/Swapan Mahapatra) (PTI)

আলোচনায় যখনই উঠে এসেছে রাজপথের নাম বদলের সিদ্ধান্তের কথা,তখনই দেখা গিয়েছে, তৃণমূলের মহুয়া মৈত্রের তরফে উঠে আসা টুইট-বাণ। সুকুমার রায়ের লেখা লাইন টুইট করে মহুয়া মৈত্র বলেন, ‘আমি আশা করব নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের নাম হবে কিংকর্তব্যবিমূঢ় মঠ’।

নয়া টুইটে ফের একবার তোপ দেগে নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। দিল্লির রাজপথের নাম পাল্টে ‘কর্তব্য পথ’ রাখার কেন্দ্র সিদ্ধান্তের সম্ভাবনা আসতেই তা নিয়ে রীতিমতো তোপ দাগেন মহুয়া মৈত্র। তিনি সুকুমার রায়ের এক কবিতা উদ্ধৃত করে তাঁর টুইটে ‘কিংকর্তব্যবিমূঢ়’ শব্দ নিয়ে তোপ দাগেন। নিশানায় মোদী সরকার।

  • দিল্লির রাজপথের নাম পরিবর্তন-

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, দিল্লির সেন্ট্রাল ভিস্তা লন ও রাজপথের নাম পাল্টে রাখা হবে ‘কর্তব্য পথ’। সূত্রের দাবি, ভারতের বুকে ব্রিটিশ ঔপনিবেশিক সমস্ত চিহ্ন সরিয়ে ফেলতে উদ্যত হয়েছে মোদী সরকার। সেই জায়গা থেকে নেতাির মূর্তি থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত জায়গার নামে পরিবর্তন আনতে চাইছে সরকার।

  • মহুয়া মৈত্রের টুইট

কেন্দ্রের সিদ্ধান্তে ঘিরে আলোচনায় যখনই উঠে এসেছে রাজপথের নাম বদলের সিদ্ধান্তের কথা,তখনই দেখা গিয়েছে, তৃণমূলের মহুয়া মৈত্রের তরফে উঠে আসা টুইট-বাণ। সুকুমার রায়ের কয়েকটি লাইন উদ্ধৃত করে তৃণমূল সাংসদ পোস্ট করেছেন, ‘একজনের মাথার ব্যারাম হয়েছিল সে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমৃষ্যকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমতিত্ব। তার গাড়ুর নাম ছিল পরমকল্যাণবরেষু…কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিংকর্তব্যবিমূঢ় .. এমনি ভূমিকম্প হয়ে বাড়িটারি সব পড়ে গিয়েছে।’ এই লাইনগুলি টুইট করে মহুয়া মৈত্র বলেন, ‘ আমি আশা করব নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের নাম হবে কিংকর্তব্যবিমূঢ় মঠ’।

উল্লেখ্য, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের আওতায় প্রধানমন্ত্রীর আবাসকে নতুন করে সাউথব্লকের পিছনে সরিয়ে দেওয়া হবে। এর আগে ২০১৫ সালে  ঔরাঙ্গজেব রোজের নাম পাল্টে তা এপিজে আবদুল কালাম রোডের নামে নাম করণ করা হয়।  ২০১৭ সালে ডালহাউজি রোজের নাম পাল্টে তা শিকোহ রোড করা হয়।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.