বাংলা নিউজ > ঘরে বাইরে > Mahua on Munawar's Deli Show Cancellation: ‘দিল্লি পুলিশ মেরুদণ্ডহীন’, মুনাওয়ার ফারুকির শো বাতিল হতেই তোপ মহুয়া মৈত্রর

Mahua on Munawar's Deli Show Cancellation: ‘দিল্লি পুলিশ মেরুদণ্ডহীন’, মুনাওয়ার ফারুকির শো বাতিল হতেই তোপ মহুয়া মৈত্রর

মুনাওয়ার ফারুকি  (HT_PRINT)

২৮ অগস্ট রবিবার ডক্টর এসপিএম সিভিক সেন্টারে দুপুর ২টো থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। প্রাথমিক ভাবে এই শো করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে গতকাল এই শো বাতিল করা হয়। এরপরই অমিত শাহের পুলিশকে তোপ দাগেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

মুনাওয়ার ফারুকিকে অনুষ্ঠান করার অনুমতি দিয়েও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে শেষ পর্যন্ত তা বাতিল করে দেয় পুলিশ। এরপরই তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র দিল্লি পুলিশকে 'মেরুদণ্ডহীন' বলে আক্রমণ শানালেন। ২৮ অগস্ট রবিবার ডক্টর এসপিএম সিভিক সেন্টারে দুপুর ২টো থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। প্রাথমিক ভাবে এই শো করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে গতকাল এই শো বাতিল করা হয়। এরপরই অমিত শাহের পুলিশকে তোপ দাগেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

মহুয়া মৈত্র এই বিষয়ে বলেন, ‘বিশ্ব হিন্দু পরিষদের চাপের মুখে মেরুদণ্ডহীন দিল্লি পুলিশ মুনাওয়ার ফারুকির শো বাতিল করে দিয়েছে। গান্ধীজি বলেছিলেন, আমি চাই না আমার ঘরের চারদিক দিয়ে দেয়াল ঘেরা হোক আর আমার জানালাগুলো বন্ধ থাকুক। ৭৫ বছর পূর্তিতে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি কি আজ এতটাই সংবেদনশীল যে কমেডি শো এর কারণে তা ব্যাহত হচ্ছে?’

প্রসঙ্গত, প্রাথমিক ভাবে শো করার অনুমতি দেওয়া হয়েছিল ফারুকিকে। তবে পরে বিশ্ব হিন্দু পরিষদের তরফে একটি চিঠি লেখা হয় দিল্লি পুলিশকে। ফারুকির শো হলে দিল্লিতে প্রতিবাদ বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এরপরই দিল্লি পুলিশের তরফে শো বাতিল করা হয়। এর আগে গত সপ্তাহে বেঙ্গালুরুতেও ফারুকির একটি শো বাতিল হয়েছিল। বেঙ্গালুরুর শো বাতিলের পরদিনই হায়দরাবাদে শো করেন ফারুকি। তবে সেই শো নিয়ে চরম জলঘোলা হয়েছিল। অনুষ্ঠান বানচাল করতে এসে পুলিশের হাতে গ্রেতার হয়েছিলেন বিজেপির কয়েকজন কর্মী, সমর্থক। উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১ জানুয়ারি ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অপরাধে ফারুকিকে গ্রেফতার করেছিল মধ্যপ্রদেশ পুলিশ। তার পর থেকেই একের পর এক শো বাতিল হয়েছে ফারুকির। বিজেপির বহু নেতার তরফে ফারুকিকে বয়কট করার ডাক দেওয়া হয়েছিল।

বন্ধ করুন