বাংলা নিউজ > ঘরে বাইরে > Mahua Wishes Modi: ‘চিতার মতো সংবিধান নিয়েও যেন সজাগ থাকেন’,জন্মদিনে মোদীকে ‘শুভেচ্ছাবার্তা’ মহুয়ার

Mahua Wishes Modi: ‘চিতার মতো সংবিধান নিয়েও যেন সজাগ থাকেন’,জন্মদিনে মোদীকে ‘শুভেচ্ছাবার্তা’ মহুয়ার

 মহুয়া মৈত্র  (PTI)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২তম জন্মদিন উপলক্ষে টুইট করে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২তম জন্মদিন উপলক্ষে টুইট করে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। শনিবার মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মহুয়া মৈত্র টুইট বার্তায় লেখেন, ‘আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। যে ভাবে বিলুপ্ত প্রায় চিতাদের জন্য সজাগ তিনি, আশা করছি সাংবিধানিক সুরক্ষার অবলুপ্তি নিয়েও একই ভাবে সজাগ থাকবেন তিনি।’ প্রসঙ্গত, আজ বিলুপ্তির ৭০ বছর পর ফের ভারতের মাটিতে পা রাখে চিতা। নামিবিয়া থেকে ৮টি চিতা এসে পৌঁছায় ভারতে। মধ্যপ্রদেশের অভয়ারণ্যে সেই চিতাগুলিতে খাঁচা থেকে মুক্তি দেন মোদী। সেই রেশ টেনেই খোঁচা মেরে মহুয়ার এই ‘শুভেচ্ছাবার্তা’।

এদিকে মোদীর জন্মদিন উপলক্ষে এদিন টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ৭২তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি।’ এদিকে প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করে লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনি অতুলনীয় পরিশ্রম, কর্তব্যনিষ্ঠার সঙ্গে রাষ্ট্রনির্মাণের অভিযান চালাচ্ছেন। দেশ আপনার নেতৃত্বে এগিয়ে চলেছে। আমি কামনা করি, ঈশ্বর আপনাকে সুস্বাস্থ্য দিন। আপনি দীর্ঘায়ু হোন।’

মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানান রাজনাথ, অমিত শাহরাও। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মোদীকে শুভেচ্ছা জানিয়ে টুইটে লেখেন, ‘আজ প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিবসে সারা দেশে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়েছে। মানবতার সেবা এবং রক্ষায় রক্তদান খুবই গুরুত্বপূর্ণ। আজ রক্তদান অমৃত মহোৎসব শুরু হচ্ছে।’ অমিত শাহ টুইট করে লেখেন, ‘দেশের সবচেয়ে প্রিয় নেতা তথা আমাদের অনুপ্রেরণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিবসে শুভকামনা। ঈশ্বর তাঁকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দিন। মোদীজির চিন্তাধারা - 'আমার ভারত প্রথম'। গরিবদের কল্যাণের সংকল্পের জন্য অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন।’

বন্ধ করুন