মেজর জেনারেল সচিন মালিক। তিনি হলেন প্রাক্তন আর্মি চিফ জেনারেল ভিপি মালিকের পুত্র। ১৯৯৯ সালে জেনারেল ভিপি মালিক কার্গিল যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁরই পুত্র এবার ৮ মাউন্টেন ডিভিশনের কমান্ডের দায়িত্বে এসেছেন। পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সরাতে উদ্যোগ নিয়েছিলেন বাবা। আর ৩৫ বছর পরে সেই ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ পদে বসলেন পুত্র।
ভারতীয় সেনার ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পারিবারিক ধারা বজায় রাখলেন তিনি। দ্রাসের দিকে যাচ্ছিলেন জেনারেল ভিপি মালিক। কার্গিল যুদ্ধের ২৫ তম বর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। তিনি জানিয়ে দিয়েছেন এনিয়ে কোনও মন্তব্য করব না। কারণ পুত্র ইউনিফর্ম পরিহিত সেনা আধিকারিক।
তবে সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এটা পরিবারের কাছে অত্যন্ত গর্বের।
এদিকে জেনারেল ভিপি মালিক একটা সময় ৮ মাউন্টেনের প্রধান ছিলেন। বর্তমানে তাঁর পুত্র সেই বিভাগের দায়িত্বে রয়েছেন।
মেজর জেনারেল সচিন মালিক ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে জেনারেল অফিসার কমান্ডিংয়ের দায়িত্বে ছিলেন। এর আগে ৮ মাউন্টেন ডিভিশন ছিল উত্তর-পূর্ব সেক্টরে। পরে ৮০র দশকে সেটা কাশ্মীরে স্থানান্তিরত হয়। সেই সময় এটি তৎকালীন জেনারেল ভিপি মালিকের মাধ্যমেই স্থানান্তরিত হয়েছিল।