বাংলা নিউজ > ঘরে বাইরে > নিকোবারে গড়ে উঠবে টাউনশিপ, কেন্দ্রের সিদ্ধান্তে আশ্রয়হীন হবে দ্বীপের কচ্ছপরা!

নিকোবারে গড়ে উঠবে টাউনশিপ, কেন্দ্রের সিদ্ধান্তে আশ্রয়হীন হবে দ্বীপের কচ্ছপরা!

নিকোবার দ্বীপ (ফাইল ছবি) (HT_PRINT)

গ্রেট নিকোবার দ্বীপে বড় টাউনশিপ গড়ে তোলা এবং নগরোন্নয়নের প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র।

গ্রেট নিকোবার দ্বীপে বড় টাউনশিপ গড়ে তোলা এবং নগরোন্নয়নের প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। তবে এর জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে সেখানকার পরিবেশ। বাসস্থান হারাতে পারে দ্বীপের কচ্ছপ এবং মেগাপোডরা। তাছাড়া দ্বীপের প্রবালও ঝুঁকির সম্মুখীন কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে। হিন্দুস্তান টাইমসের তরফে এই প্রকল্পের নীল নকশা খতিয়ে দেখা হয়েছে।

গত মাসের ৫ এবং ৬ তারিখ কেন্দ্র পরিচালিত পরিবেশ ওয়েবসাইটে পরিবেশ মন্ত্রকের বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটির এক বৈঠকের আলোচনা আপলোড করা হয়েছে। সেখানে পরিবেশগত ছাড়পত্র প্রক্রিয়ার প্রথম ধাপ নেওয়া হয়েছে। 'টার্ম অফ রেফারেন্স' অনুমোদন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে সেই বৈঠকে। একটি প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন করার প্রয়োজনীয়তাকে তুলে ধরে 'টার্ম অফ রেফারেন্স'।

এদিকে বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটির বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই প্রকল্প সংক্রান্ত। বৈঠকে বলা হয়, 'প্রকল্পের স্থান নির্ধাণ করা হয়েছে মূলত আর্থিক এবং প্রযুক্তিগত সুবিধার কথা মাথায় রেখে। তবে পরিবেশগত দিক নিয়ে অত কিছু ভাবা হয়নি প্রকল্পের নীল নকশা তৈরির সময়। তবে এই দ্বীপের গ্যালাথিয়া উপসাগরে লেদারব্যাক টার্টলের মতো বেশ কয়েকটি বিরল প্রজাতির প্রাণী বাস করে।'

কমিটির তরফে প্রস্তাব দেওয়া হয়, আইআইটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসেন টেকনোলজি, ন্যাশনাল সেন্টার ফর কোস্টাল রিসার্চ বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসেনোগ্রাফির মতো সংস্থার দ্বারা এই প্রকল্পের পরিবেশগত ঝুঁকির মূল্যায়ন করিয়ে এগোনো উচিত। এছাড়া পরিবেশগত মূল্যায়নের জন্য জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মতো সংস্থার পরামর্শ নেওয়া উচিত বলেও উল্লেখ করা হয় বৈঠক চলাকালীন।

প্রস্তাবিত টাউনশিপটি ১৪৯.৬০ বর্গকিলোমিটার জুড়ে হওয়ার কথা। এর মধ্যে প্রায় ১২১ বর্গ কিলোমিটার এলাকা বনভূমি হিসেবে চিহ্নিত। এই প্রকল্পে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া সেখানে একটি পাওয়ার প্ল্যান্ট, আন্তর্জাতিক কন্টেনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল এবং বিমানবন্দর গড়ে ওঠার কথা। এর মধ্যে বিমানবন্দর নির্মাণের জন্য সেকানকার বসবাসরত মানুষদের স্থানান্তরিত করতে হবে। এছাড়া নগরোন্নয়নের বাকি প্রকল্পগুলি এমন স্থানে করা হবে যেখানে নিকোবারের স্থানীয় মানুষের বসাবস কম। তবে তা সত্ত্বেও পরিবেশগত ভাবে এই প্রকল্প সেখানকার প্রকৃতির অনেকটা ক্ষতি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘরে বাইরে খবর

Latest News

দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.