বাংলা নিউজ > ঘরে বাইরে > মহিলা সাংবাদিকরাই বেশি অনলাইন হেনস্থার শিকার,যৌন অত্যাচারের হুমকিও আসে: Report

মহিলা সাংবাদিকরাই বেশি অনলাইন হেনস্থার শিকার,যৌন অত্যাচারের হুমকিও আসে: Report

সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রতীকী ছবি (Carl Juste/Miami Herald via AP, Pool) (AP)

উত্তরদাতাদের মধ্যে ২৫ শতাংশ জানিয়েছিলেন, শারীরিকভাবে তাঁদের উপর হামলা চালানো হবে বলে তাঁদের হুমকি দেওয়া হয়েছিল। ১৮ শতাংশের দাবি, যৌন হেনস্থার হুমকি এসেছিল তাদের উপর। ৪৮ শতাংশের দাবি, ব্যক্তিগত বার্তার মধ্যে ঢুকে পড়ে নানাধরনের অপমান করা হয়েছে তাঁদের।

মল্লিকা সোনি

পেশাগত জীবনে মহিলা সাংবাদিকদের উপর বার বার অনলাইনে নানা ধরনের হেনস্থা করা হয় বলে অভিযোগ। সাম্প্রতিক একটি সমীক্ষায় এই বিস্ফোরক তথ্য সামনে এসেছে। এটা সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপরেও হস্তক্ষেপের শামিল বলেও মনে করা হচ্ছে।

ইন্টারন্য়াশানাল সেন্টার ফর জার্নালিস্টসের উদ্যোগে এই গবেষণাটি করা হয়েছিল। ইউনিভার্সিটি অফ শেফিল্ড এনিয়ে সহায়তা করে। ১৫টি দেশের প্রায় ১০০০ মহিলা সাংবাদিকের সঙ্গে কথা বলা হয়েছিল। সেই সমীক্ষায় দেখা গিয়েছে গোটা বিশ্বে অন্তত তিন চতুর্থাংশ মহিলা সাংবাদিককে অনলাইনে হেনস্থা করা হয়।

এই স্টাডির সঙ্গে যুক্ত সিনিয়র রিসার্চার প্রফেসর কালিনা বনচেভা জানিয়েছেন, মহিলা সাংবাদিকদের উপর নানাধরনের হিংসা নেমে আসছে। আমরা সেই পয়েন্টটাকে উল্লেখ করতে চাইছি।

উত্তরদাতাদের মধ্যে ২৫ শতাংশ জানিয়েছিলেন, শারীরিকভাবে তাঁদের উপর হামলা চালানো হবে বলে তাঁদের হুমকি দেওয়া হয়েছিল। ১৮ শতাংশের দাবি, যৌন হেনস্থার হুমকি এসেছিল তাদের উপর। ৪৮ শতাংশের দাবি, ব্যক্তিগত বার্তার মধ্যে ঢুকে পড়ে নানাধরনের অপমান করা হয়েছে তাঁদের।

এদিকে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে পুরুষদের তুলনায় নারী সাংবাদিকদের উপর অনলাইনে বেশি নিশানা করা হচ্ছে।

 

বন্ধ করুন