ভারতে ক্রমশ বাড়ছে অনলাইন খবরের জনপ্রিয়তা। কান্টার গুগলের রিপোর্ট অনুযায়ী, ভারত যত ইন্টারনেট ব্যবহারকারী আছেন, তাঁদের অর্ধেকের বেশিই অনলাইনে খবর পছন্দ করেন। তাঁদের ৫০ শতাংশ মানুষ আবার মনে করেন যে খবরের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা হল মূল বিষয়। যে রিপোর্ট ভারতের ১৬ টি শহরে সমীক্ষার ভিত্তিতে করা হয়েছে বলে জানিয়েছে কান্টার ।
গুগলের রিপোর্টে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এল?
১) বাংলার ক্ষেত্রে ভিডিয়োর চাহিদা সবথেকে বেশি (৮১ শতাংশ)। তারপর তালিকায় আছে তেলুগু (৭৯ শতাংশ), হিন্দি (৭৫ শতাংশ), গুজরাটি (৭২ শতাংশ), মালায়ালম (৭০ শতাংশ), মারাঠি (৬৬ শতাংশ) এবং কন্নড় (৬৬ শতাংশ)।
২) যাঁরা অনলাইনে বাংলা খবরের সন্ধান করেন, তাঁরা খেলাধুলোর খবর বেশি পছন্দ করেন। তারপর তালিকায় আছে যথাক্রমে আবহাওয়া, বায়ুদূষণের সূচক, জাতীয় খবর, রাজ্যের খবর এবং শহরের খবর।
৩) লিখিত খবরের ক্ষেত্রে সবথেকে বেশি চাহিদা রয়েছে গুজরাটি এবং কন্নড়ের ক্ষেত্রে (২০ শতাংশ)। তারপর তালিকায় আছে মারাঠি (১৮ শতাংশ)।
আরও পড়ুন: Mobile phone in toilet: মোবাইল ফোন নিয়ে টয়লেটে যাওয়ার অভ্যাস করে ফেলেছেন? কী বিপদ ডেকে আনছেন
৪) অনলাইনে যাঁরা খবরের সন্ধানে থাকেন, তাঁরা অনেকেই অডিয়ো-নির্ভর খবর পছন্দ করেন। সেক্ষেত্রে মারাঠি এবং মালায়ালম খবরের চাহিদা সবথেকে বেশি।
৫) অনলাইন খবরের ক্ষেত্রে মানুষ অগ্রাধিকার দেন ইউটিউবে (৯৩ শতাংশ)। তারপর আছে সোশ্যাল মিডিয়ায় (৮৮ শতাংশ), বিভিন্ন চ্যাট অ্যাপ (৮২ শতাংশ), সার্চ ইঞ্জিন (৬১ শতাংশ), নিউজ অ্যাপ বা ওয়েবসাইট (৪৫ শতাংশ), অডিয়ো নিউজ (৩৯ শতাংশ) এবং ওটিটি (২১ শতাংশ)।
৬) যাঁরা অনলাইনে খবর পড়েন, শোনেন বা দেখেন, তাঁদের ৮০ শতাংশই মানুষই দাবি করেছেন যে তাঁরা এমন খবরের সম্মুখীন হয়েছেন, যেগুলি আসল তথ্য নাকি ভুয়ো, তা বুঝতে সমস্যায় পড়েন।
৭) শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ অঞ্চলে খবরের প্রতি বেশি আগ্রহ আছে। শহরাঞ্চলে খবরের প্রতি আগ্রহ আছে ৩৭ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর। যা গ্রামের ক্ষেত্রে ৬৩ শতাংশ (২৩৮ মিলিয়ন)।
আরও পড়ুন: 'অনলাইন ফ্ল্যাশ সেল নিয়ে আমাদের আপত্তি নেই, তবে…' কী বললেন পীযূষ গোয়েল
৮) নিউজ অ্যাপ বা ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পোস্ট, মেসেজ ফরোয়ার্ড, ইউটিউব-সহ বিভিন্ন মাধ্যম থেকে ভারতীয় ভাষায় খবর পড়েন বা শোনেন বা দেখেন ৫২ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী (৩৭৯ মিলিয়ন)।
৯) ওই রিপোর্ট অনুযায়ী, ৪৮ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন যে টেলিভিশন চ্যানেলের থেকে অনলাইনের খবরকে বেশি প্রাধান্য দেন।
১০) ভিন্নস্বাদের খবরের ক্ষেত্রে বাংলায় সবথেকে বেশি চাহিদা আছে ঘোরার খবরের প্রতি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)