ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু মালউইয়ের উপরাষ্ট্রপতি সালাউস চিলিমার। তিনি ছাড়াও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও ৯ জনের। মোট ১০ জন এই ঘটনায় মারা গিয়েছেন। বিমানের নিখোঁজ হওয়ার খবর আসতেই গত ২৪ ঘণ্টা ধরে এই বিমানের খোঁজ চলে। শেষমেশ উদ্ধার হয় ভেঙে পড়া বিমান। মালাউইয়ের রাষ্ট্রপতি এই দুর্ঘটনা সম্পর্কে জানিয়েছেন।
মালাউইয়ের উত্তরের এক পাহাড়ি উপত্যকায় মালাউইয়ের সেনার বিমান ভেঙে পড়ে। সেই বিমানে ছিলেন সেদেশের উপরাষ্ট্রপতি। তাঁর সঙ্গে থাকা আরও ৯ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, কিছু সপ্তাহ আগে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠেছিল। তাঁরও মৃত্যু হয়েছিল হেলিকপ্টার দুর্ঘটনায়। সেই ঘটনাও এক পাহাড়ি এলাকায় হেলিকপ্টার ভেঙে পড়ার কারণে ঘটে বলে জানা গিয়েছে। তবে তাঁর মৃত্যু ঘিরে বহু প্রশ্ন উঠেছে। আজারবাইজান সীমান্তের কাছে ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু সেদেশের বুকে ভয়াবহ শোক নামিয়ে আনে। তারপর মালাউইয়ের ঘটনা।
দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মালাউই। জাম্বিয়া, তানজানিয়া, মোজাম্বিক ঘেরা এই দেশ আগে নিয়াসাল্যান্ড নামে পরিচিত ছিল। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে সেদেশ ধীরে ধীরে প্রজাতন্ত্রের কাঠামো গড়ে তোলে। এদেশের উপরাষ্ট্রপতির মৃত্যু ঘিরে নানান সওয়াল উঠতে শুরু করেছে। ঘটনা ঘিরে সেদশের রাষ্ট্রপতি মুখ খুলেছেন। মালাউইয়ের রাষ্ট্রপতি লাজারুজ চাকওয়েরা দেশের টিভির লাইভ সম্প্রচারে এই মর্মান্তিক দুর্ঘটনার কথা জানিয়েছেন। মালাইয়ের ৫১ বছর বয়সী উপরাষ্ট্রপতি সাওলোস চিলিমা এবং প্রাক্তন ফার্স্ট লেডি শানিল ডিজিম্বিরিকে বহনকারী বিমানটি সোমবার সকালে দক্ষিণ আফ্রিকার দেশটির রাজধানী লিলংওয়ে থেকে মজুজু শহরে প্রায় ৩৭০ কিলোমিটার রাস্তা ৪৫ মিনিট ধরে যাওয়ার সময় নিখোঁজ হয়। তারপর থেকেই চলে তল্লাশি। এয়ার ট্রাফিক কন্ট্রোলার জানিয়েছিল যে, বিমানটি মুজুজুতে অবতরণ করেনি। ফলে স্বভাবতই উদ্বেগ বাড়তে থাকে। পরে জানা গিয়েছে, ব়্যাডার থেকে ওই বিমানের চিহ্নও পাওয়া যাচ্ছে না। শুরু হয় খোঁজ। শেষে ২৪ ঘণ্টা তল্লাশির পর মেলে এই তথ্য।