বাংলা নিউজ > ঘরে বাইরে > Maldives: মালদ্বীপে আন্তর্জাতিক যোগ দিবসে হামলায় ৩৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস আইনে মামলা

Maldives: মালদ্বীপে আন্তর্জাতিক যোগ দিবসে হামলায় ৩৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস আইনে মামলা

মালদ্বীপে আন্তর্জাতিক যোগ ব্যায়ামের অনুষ্ঠানে হামলা। ফাইল ছবি রয়টার্স।

জানা গিয়েছে, ভারতীয় হাইকমিশন মালদ্বীপে গত ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে বেশ কয়েকজন রাষ্ট্রদূত, কূটনীতিক এবং সাধারণ জনগণ যোগব্যায়ামে অংশগ্রহণ করছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায়।

মালদ্বীপের রাজধানী মালেতে যোগব্যায়াম অনুষ্ঠানে হামলার ঘটনার কয়েকমাস পর অবশেষে নড়েচড়ে বসল সেদেশের প্রশাসন। এই ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ দায়ের করল সে দেশের সরকার। মঙ্গলবার মালদ্বীপ সরকারের তরফে বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। মালদ্বীপের আইন অনুযায়ী সেক্ষেত্রে অভিযুক্তরা অপরাধী প্রমাণিত হলে তাদের ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

মলদ্বীপে ভারতের যোগ দিবসের অনুষ্ঠানে স্টেডিয়ামে হামলা, আশ্বাস কড়া পদক্ষেপের

জানা গিয়েছে, ভারতীয় হাইকমিশন মালদ্বীপে গত ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে বেশ কয়েকজন রাষ্ট্রদূত, কূটনীতিক এবং সাধারণ জনগণ যোগব্যায়ামে অংশগ্রহণ করছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায়। ঘটনায় স্থানীয় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল।

দ্য মালদ্বীপ জার্নালে একটি প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে যে শেখ ফজলুন মহম্মদ এবং শেখ আদম নিশান নামে মালদ্বীপের দুই বাসিন্দার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সন্ত্রাসবাদের কাজে উৎসাহিত করার জন্য মামলা করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়েছে। জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে একজনের কাছ থেকে একটি সন্ত্রাসবাদ সংগঠনের নথি পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, ওই অনুষ্ঠানের সময় বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড দেখায় যে যোগব্যায়াম ইসলামের নীতির পরিপন্থী। এরপর বিক্ষোভকারীরা মাঠে ভাঙচুর শুরু করে। তাদের দাবি ছিল, অবিলম্বে অনুষ্ঠান বন্ধ করতে হবে। সেই ঘটনার পর বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের হস্তক্ষেপে অনুষ্ঠানটি আবার শুরু হয় এবং সফলভাবে সম্পন্ন হয়।

পরবর্তী খবর

Latest News

Ireland Women বনাম England Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? গণপতি বিসর্জনের মাঝেই অনন্তের কপালে চুমু নববধূ রাধিকার, নিমেষেই ভাইরাল ভিডিয়ো বর্তমান প্রজন্ম যে হিন্দি ছবির গান শোনে তা গুলজারের ভাষায় ‘সবই পা কাঁপানো…'! ‘খুব তো হেলমেট ছুড়েছিলে’! চিন্নাস্বামীতে আবেশকে দেখেই আওয়াজ RCB সমর্থকদের! ‘‌আমি নির্যাতিতার পরিবারকে টাকার কথা বলিনি’‌, নবান্ন থেকে সাফ জানালেন মমতা বন্দে ভারত ট্রেন কে চালাবে… তা ঘিরে ধুন্ধুমার, জামা ছেঁড়া হল চালকের! কেন এমন হল নেই দেহের চালান! RG কর কাণ্ডে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন SC-র, উঠল উত্তরবঙ্গ লবির নাম 'পদত্যাগ করবে বলে বিনীত আমার কাছে অনেকবার এসেছে', দাবি মমতার, ‘পুজো আছে তো…’ 'চুল টানা'র হুমকি পাপিয়ার! জবাবে কটাক্ষ করে কুণাল বললেন, 'ওটা কমে এসেছে, নজর দে ‘চা খেতে খেতে ভুলে যাবেন না…’! আরজি কর নিয়ে লেখা হল টি স্টলে, মুগ্ধ ইমন-প্রতীম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.