বাংলা নিউজ > ঘরে বাইরে > মহিলাদের মুখ ঢেকে খবর পড়ার নির্দেশ তালিবানের, প্রতিবাদ পুরুষ সাংবাদিকদের

মহিলাদের মুখ ঢেকে খবর পড়ার নির্দেশ তালিবানের, প্রতিবাদ পুরুষ সাংবাদিকদের

ফাইল ছবি: রয়টার্স (Reuters)

তালিবানের এই ফতোয়ার বিরুদ্ধে সরব হয়েছেন পুরুষ সাংবাদিকরাও। প্রতিবাদস্বরূপ পুরুষ সাংবাদিকরাও তাঁদের মুখ ঢাকতে শুরু করেন। কালো মাস্ক পরে খবর পড়তে দেখা যায় তাঁদের।

আফগান মহিলা সাংবাদিকদের জন্য কড়া ফতোয়া। মাস্ক পরে সংবাদ পাঠ করতে হবে। এমনই নির্দেশ ছিল তালিবানের। রবিবার থেকে এ বিষয়ে কড়াকড়িও শুরু করে তালিবান।

তালিবান বহু আগেই মহিলা সাংবাদিকদের মুখ ঢেকে খবর পড়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তা অস্বীকার করেছিলেন সাংবাদিকরা।

আফগানিস্তানের টোলো নিউজের সংবাদ পাঠিকা সনিয়া নিয়াজি এই ফতোয়ার প্রতিবাদ করেছেন। তিনি বলেন, ' সম্পূর্ণ বহিরাগত এক সংস্কৃতি আমদানি করা হচ্ছে। জোর করে আমাদের মাস্ক পরানোর ফলে আমাদের খবর পড়তে খুবই অসুবিধা হচ্ছে।'

তালিবানের এই ফতোয়ার বিরুদ্ধে সরব হয়েছেন পুরুষ সাংবাদিকরাও। প্রতিবাদস্বরূপ পুরুষ সাংবাদিকরাও তাঁদের মুখ ঢাকতে শুরু করেন। কালো মাস্ক পরে খবর পড়তে দেখা যায় তাঁদের।

এর অল্প সময়ের মধ্যেই, টুইটারে নতুন হ্যাশট্যাগের ঝড় ওঠে: #Freeherface । প্রতিবাদে মুখর হন সাংবাদিক, আফগান নাগরিক এবং বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীরা। অনেকেই নীরব প্রতিবাদ হিসাবে মাস্ক পরে ছবি পোস্ট করেন।

চলতি মাসের শুরুতেই, তালিবান মহিলাদের জনসমক্ষে বের হওয়ার সময় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে নির্দেশ দেয়। এমনভাবে পোশাক পরার নির্দেশ দেওয়া হয়, যাতে শুধুমাত্র চোখ দেখা যায়।

 

বন্ধ করুন