বাংলা নিউজ > ঘরে বাইরে > Mallikarjun Kharge: 'ডিক্টেটরের মতো...' মোদীকে টার্গেটে রেখে তোপ মল্লিকার্জুনের, তুললেন কোরিয়া, চিনের ভাষণ প্রসঙ্গ

Mallikarjun Kharge: 'ডিক্টেটরের মতো...' মোদীকে টার্গেটে রেখে তোপ মল্লিকার্জুনের, তুললেন কোরিয়া, চিনের ভাষণ প্রসঙ্গ

মল্লিকার্জুন খার্গে। (ANI Photo/Sansad TV) (ANI)

সংসদে মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘যাঁরা গণতন্ত্রকে গুঁড়িয়ে দিচ্ছে, ধ্বংস করছে, তাঁরা আবার সেই গণতন্ত্রকে বাঁচানোর কথা বলছেন। প্রধানমন্ত্রী একজন একছত্র শাসকের মতো করে সরকার চালাচ্ছেন আর বিজেপি দেশের গর্ব, গণতন্ত্রকে বাঁচানোর কথা বলছে।’ উল্লেখ্য, সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন ছিল আজ। আর এই অধিবেশনের শুরুতেই তুমুল উত্তেজনা দেখা যায় রাজ্যসভায়।

সোমবার রাজ্যসভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপির দিকে ধারালো আক্রমণ শানিয়েছেন। এর আগে, লন্ডনে রাহুল গান্ধীর মন্তব্যের পর বিজেপির তরফে কংগ্রেসের ওয়েনাদের সংসদের তরফে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগে। এরপরই রাজ্যসভায় শাসকদল ও বিরোধীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়।

সংসদে মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘যাঁরা গণতন্ত্রকে গুঁড়িয়ে দিচ্ছে, ধ্বংস করছে, তাঁরা আবার সেই গণতন্ত্রকে বাঁচানোর কথা বলছেন। প্রধানমন্ত্রী একজন একছত্র শাসকের মতো (ডিক্টেটরের) করে সরকার চালাচ্ছেন আর বিজেপি দেশের গর্ব, গণতন্ত্রকে বাঁচানোর কথা বলছে।’ উল্লেখ্য, সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন ছিল আজ। আর এই অধিবেশনের শুরুতেই তুমুল উত্তেজনা দেখা যায় রাজ্যসভায়। মল্লিকার্জুন খাড়গে বলেন,' আমরা জেপিসির সংবিধান চাইছি আদানির স্টক ইস্যুতে। আমরা যখন আওয়াজ তুলি, তখন মাইক বন্ধ করে দেওয়া হয়। আর উত্তেজনা তৈরি করা হয় কক্ষে।' এরপরই রাহুল গান্ধীর তরফে আসা ভারতের গণতন্ত্র ইস্যুতে করা মন্তব্য নিয়ে সরব হন মল্লিকার্জুন খারগে। এদিকে, সংসদের অধিবেশন শুরুর পরই লোকসভা দুপুর ২ টো পর্যন্ত মুলতুবি হয়। এর আগে, ওয়েলে নেমে তুমুল প্রতিবাদের ঝড় তোলেন বিরোধীরা। এদিকে, সংসদের নিম্নকক্ষে রাহুলের সাম্প্রতিক মন্তব্য নিয়ে বক্তব্য রাখতে শুরু করেন মন্ত্রী প্রহ্লাদ যোশী। তারপরই উত্তেজনা দেখা দেয়। একইভাবে রাজ্যসভাতেও অধিবেশন দুপুর ২ টো পর্যন্ত মুলতুবি হয়। ( অস্কারজয়ী 'এলিফ্যান্ট হুইসপারার্স' দেখা হয়নি মাহুত দম্পতির, মনে পড়ছে হাতি রঘুকে)

এদিনের ঘটনার প্রেক্ষিতে মল্লিকার্জুন খাড়গে নরেন্দ্র মোদীকে ট্যাগ করে একটি টুইট করেন। তিনি লেখেন, ‘ নরেন্দ্র মোদীজি আপনাকে মনে করাতে তাই চিনে করা আপনার মন্তব্য। আগে আপনি বলেছিলেন, আপনি ভারতীয় হিসাবে লজ্জিত, আর আজ ভারতের প্রতিনিধিত্ব করে আপনি গর্বিত। এটা কি ভারত ও ভারতীয়দের জন্য অপমান নয়? আপনার মন্ত্রীদের সেই স্মৃতি একবার মনে করে নিতে বলুন।’ এছাড়াও দক্ষিণ কোরিয়ায় মোদীর মন্তব্য নিয়েও তোপ দাগেন খারগে। তিনি বলেন,' দক্ষিণ কোরিয়া গিয়ে আপনি বলেছিলেন, একটা সময় ছিল যখন মানুষ মনে করত যে তারা তাদের পূর্বজন্মে কী পাপ করেছে যার ফলশ্রুতিতে ভারতে জন্ম হয়েছে, এটাকেই আপনি দেশ বলছেন।'

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন