বাংলা নিউজ > ঘরে বাইরে > Mallikarjun Kharge: কংগ্রেস সভাপতি পদের মনোনয়ন পেশ ‘গান্ধী ঘনিষ্ঠ’ খড়গের, সামনে একাধিক চ্যালেঞ্জের

Mallikarjun Kharge: কংগ্রেস সভাপতি পদের মনোনয়ন পেশ ‘গান্ধী ঘনিষ্ঠ’ খড়গের, সামনে একাধিক চ্যালেঞ্জের

মল্লিকার্জুন খড়গে  (PTI)

‘গান্ধী ঘনিষ্ঠ’ খড়গে দলের অন্দরে অনেকের সমর্থন পেয়েছেন। অশোক গেহলট থেকে দিগ্বিজয় সিংরা খড়গেকে সমর্থনের কথা ঘোষণা করেছেন প্রকাশ্যে।

সব গুঞ্জন, জল্পনাকে সত্যি করে শেষদিনে কংগ্রেস সভাপতি নির্বাচনের সমীকরণ বদলে দিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে। এদিন সকালই জানা যায়, ‘গান্ধীদের সমর্থনে’ খড়গে মনোনয়ন পেশ করতে পারেন কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। সেই মতো আজ বেলা গড়াতেই নিজের সমর্থকদের নিয়ে মনোনয়ন পেশ করেন খড়গে। এদিকে ‘গান্ধী ঘনিষ্ঠ’ খড়গে দলের অন্দরে অনেকের সমর্থন পেয়েছেন। অশোক গেহলট থেকে দিগ্বিজয় সিংরা খড়গেকে সমর্থনের কথা ঘোষণা করেছেন প্রকাশ্যে।

আজই সকালে কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে সামিল হন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে। এরপরই জানা যায়, পূর্ব ঘোষণা মতো নিজের মনোনয়ন পত্র পেশ করবেন না দিগ্বিজয় সিং। প্রসঙ্গত, গান্ধী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও দিগ্বিজয়কে নিয়ে সংশয় ছিল বহু নেতার মনেই। অনেক ক্ষেত্রেই আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়ানো দিগ্বিজয়ের স্বভাব। এই পরিস্থিতিতে সামনে আসে মল্লিকার্জুন খড়গের নাম। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে গান্ধীদের ‘সমর্থন’ পেয়েছেন বলে গুঞ্জন কংগ্রেসের অন্দরে। এদিন মনোনয়ন পেশ করার আগে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন মল্লিকার্জুন খড়গে। এদিকে মল্লিকার্জুন মনোনয়ন পেশের আগে পবন বনসল, অম্বিকা সোনি, অবিনাশ পাণ্ডে, মণীশ তিওয়ারি, আনন্দ শর্মা, রঘুবীর মীনার মতো তাবড় নেতারা একত্রিত হন।

এদিকে ‘গান্ধী সমর্থিত’ প্রার্থী হিসেবে মল্লিকার্জুন খড়গে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন জিতলে তাঁর মেয়াদ থাকবে ২০২৪ সাল পর্যন্ত। এই আবহে তাঁর সামনে দলকে বেশ কিছু গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে খড়গেকে। এর মধ্যে অন্যতম হল ২০২৩ সালের লোকসভা নির্বাচন। এর আগে রাজস্থান, গুজরাট, জম্মু, কর্ণাটক ও কাশ্মীরেও কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে খড়গেকে।

বন্ধ করুন