দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ছেলে তথা বিজেপি সাংসদ নীরজ শেখরকে রাজ্যসভার অধীবেশন চলাকালীনই সকলের সামনে রীতিমতো ধমক দিয়ে নিজের জায়গায় বসতে বললেন প্রবীণ সাংসদ তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
আসলে অধিবেশন চলাকালীন নিজের বক্তব্য পেশ করছিলেন খাড়গে। সেই সময় তাঁকে বাধা দেন নীরজ। তাতেই রীতিমতো রেগে যান কংগ্রেস সভাপতি। কড়া গলায় নীরজকে মনে করিয়ে দেন, তিনি আসলে বিজেপি সাংসদের বাবার বয়সী। এবং তিনি নীরজকে ছোট থেকে বড় হতে দেখেছেন। এরপরই বিজেপি সাংসদকে তাঁর জায়গায় বসতে বলেন খাড়গে।
এই ঘটনাটি ঘটে সোমবার। সেই সময় সংসদের উচ্চ কক্ষে রাষ্ট্রপতির ভাষণের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের কার্যাবলী চলছিল। মল্লিকার্জুন খাড়গে তাঁর বক্তৃতায় মার্কিন ডলারের নিরিখে ক্রমাগত ভারতীয় মুদ্রার মূল্যে পতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমালোচনা করছিলেন। নীরজ শেখর সেই সময়েই তাঁকে বাধা দেন।
এতে খাড়গে এতটাই রেগে যান যে সহ-সাংসদকে সোজা 'তুইতোকারি' বলে সম্বোধন করতে শুরু দেন! নীরজকে উদ্দেশ করে খাড়গে বলেন, 'আমি তোর বাবারও এমন সাথী ছিলাম। তুই আবার কী বলবি? তোকে নিয়ে ঘুরেছি। চুপ, চুপ করে বস।'
বিষয়টি নিয়ে অধিবেশন উত্তপ্ত হয়ে উঠতেই দুই পক্ষের বিবাদের মাঝে হস্তক্ষেপ করেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীর ধনখড়। তিনি দুই সাংসদকেই শান্ত হতে বলেন। একইসঙ্গে, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের স্মৃতি রোমন্থনও করেন। বলেন, 'ভারতের সর্বকালের সেরা নেতাদের মধ্যে অন্যতম ছিলেন চন্দ্রশেখর। তাঁর প্রতি আজও দেশবাসীর শ্রদ্ধা অটুট।'
এরপর প্রবীণ কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গের উদ্দেশ ধনখড় অনুরোধ করেন, যাতে তিনি তাঁর বক্তব্যের অংশ থেকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম প্রত্যাহার করে নেন। এদিকে, খাড়গে এবং নীরজ শেখর - দু'জনেই একথা বলেন যে যখনই তাঁদের সাক্ষাৎ হয়, তাঁদের একে অপরের সঙ্গে আন্তরিকভাবে আলাপচারিতা সারেন!
খাড়গে এই প্রসঙ্গে আরও উল্লেখ করেন যে প্রয়াত চন্দ্রশেখর এবং তিনি একত্রে গ্রেফতার হয়েছিলেন। নীরজকে উদ্দেশ করে তিনি বলেন, 'এই কারণেই আমি বলেছি যে আমি তোমার বাবার সাথী ছিলাম। আর তুমি এমনভাবে উঠে দাঁড়ালে যেন...!'
এর প্রেক্ষিতে ধনখড় খাড়গের উদ্দেশে বলেন, 'আপনি বলেছেন, 'তোর বাপ'! আমরা কি এই ভাবপ্রকাশটিকে ব্যাখ্য়া করতে পারি? আপনি আর একজন সম্মানীয় সদস্যকে বলছেন 'তোর বাপ'! আমাদের চন্দ্রশেখরজির প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। দয়া করে এই মন্তব্য প্রত্যাখ্যান করুন।'
জবাবে খাড়গে বলেন, কাউকে অপমান করা তাঁর অভ্যাস নয়। বরং, বিজেপিই বিভিন্ন সময়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে অপমান করেছে।