ভোটের আগে সদ্য কংগ্রেস ছেড়ে অনেকেই গিয়েছেন বিজেপিতে। ‘হাত’ শিবিরের বহু হেভিওয়েট নেতেই সদ্য দল বদলেছেন। সেই ইস্যুতে এবার মুখ খুললেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সদ্য এনডিটিভির তরফে নেওয়া সাক্ষাৎকারে এই ইস্যুতে মুখ খুললেন মল্লিকার্জুন খাড়গে।
কংগ্রেস ছাড়ার সময় বহু হেভিওয়েট নেতাই দাবি করেছিলেন যে তাঁরা কংগ্রেসে গুরুত্ব পাচ্ছিলেন না। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয় মল্লিকার্জুন খাড়গেকে। তিনি বলেন, ‘যাঁরা আমাদের আদর্শে বদ্ধমূল ছিলেন না তাঁরা পক্ষ পরিবর্তন করেছেন। তাঁরা বলছেন, এখানে তাঁরা গুরুত্ব পাননি। তাঁরা কি বিজেপিতে তা পাচ্ছেন? সেখানে তাঁদের পরিচয় কি?’ খোঁচার সুর চড়া করে মল্লিকার্জুুন খাড়গে বলেন, ‘তাঁরা ভীত বলে তাঁরা পক্ষ বদল করেছেন।’ এর আগে মল্লিকার্জুন খাড়গে বলেন,' তাঁরা রাহুল গান্ধীর সঙ্গে ঘুরতেন। তিনি নিশ্চিত করেছেন যে তাঁরা মন্ত্রী পদ যাতে পান, তাঁদের একটি রাজনৈতিক পরিচয় তৈরি করতে সহায়তা করেন। এখন হঠাৎ তাঁদেক রাম মন্দিরের কথা মনে পড়ে যাচ্ছে?'
এদিকে, ভোটের ঠিক আগে ইন্ডি জোট ভেঙে বেরিয়ে যান জেডিইউএর নীতীশ কুমাার। সেই প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে বলেন,'এমন ব্যক্তিরা যে কোনো না কোনো সময়ে চলে যেতেন। তিনি মানুষকে তার বাড়িতে ডেকে একটি (বিরোধী) জোটের কথা বলেছেন। এবং তারপর তিনি তার সুবিধা মত পরিবর্তন করেছেন। আমরা চিন্তিত নই। যারা আদর্শগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ তারা গুরুত্বপূর্ণ। তিনি যদি জেতার পর চলে যায়, তাহলে খারাপ হত। '
এছাড়াও এই সাক্ষাৎকারে লোকসভা ভোটে কংগ্রেসের কী ফলাফল হতে পারে, তা নিয়ে ছিল প্রশ্ন। সেই বিষয়ে মল্লিকার্জুন খাড়গে সাফ জানান, তাঁর দল আশাবাদী আসন্ন ভোটে ভালো ফলের জন্য। কংগ্রেসের সভাপতি বলেন, ‘ রাজস্থানে আমরা ভালো করব, এবার আর শূন্য রান করব না। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়েও আমরা বেশ কিছু সিট পাব। গতবার, আমরা মহারাষ্ট্রে মাত্র একটি আসনে জিতেছিলাম। তবে এবার মহা বিকাশ আঘাড়ি জোরালোভাবে লড়ছে এবং অন্তত ৩০টি আসনে জিতবে। বিজেপির সংখ্যা কমছে। তারা তাঁদের শিখরে পৌঁছেছে, তারা এর বাইরে যেতে পারে না। কিন্তু আমরা যেখানে হেরেছি সেখান থেকেই সংখ্যা পাব।’