বাংলা নিউজ > ঘরে বাইরে > Parliament Session: সংসদের রেকর্ড থেকে কাটছাঁট রাহুল, মল্লিকার্জুনের ভাষণের কিছু অংশ! খার্গের মাফলার নিয়ে প্রশ্ন বিজেপির

Parliament Session: সংসদের রেকর্ড থেকে কাটছাঁট রাহুল, মল্লিকার্জুনের ভাষণের কিছু অংশ! খার্গের মাফলার নিয়ে প্রশ্ন বিজেপির

সংসদে মল্লিকার্জুন খার্গে (PTI) (HT_PRINT)

সংসদে রাষ্ট্রপতির ভাষণের নিরিখে ‘মোশন অফ থ্যাঙ্কস’-এ লোকসভায় বক্তব্য রাখেন কংগ্রেসের রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে। ৭ ফেব্রুয়ারি রাহুল গান্ধীর বক্তব্যের পর, ৮ ফেব্রুয়ারি বক্তব্য রাখেন মল্লিকার্জুন খার্গে।

লোকসভায় আদানি ইস্যুতে ঝড় তুলেছিলেন কংগ্রেসের ওয়েনাদের সাংসদ রাহুল গান্ধী। যে বক্তব্যের সময় তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ধনকুবের গৌতম আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন? গৌতম আদানির উত্তরোত্তর সম্পত্তি বেড়ে যাওয়া নিয়েও ওঠে প্রশ্ন। যে সময় সংসদে রাহুল পর পর অভিযোগের তির দাগছেন,  সেই সময় শাসকদলের পক্ষ থেকে পীযূষ গোয়েল বা কিরেন রিজিজুর মতো কয়েকজন নেতাই সরব হয়েছিলেন। এদিকে, আদানি ইস্যুতে এরপর রাজ্যসভায় ফের বিজেপিকে তোপ দাগতে যান কংগ্রেসের আরও এক সাংসদ তথা সভাপতি মল্লিকার্জুন খার্গে। তবে, তাঁর বক্তব্যে কার্যত বারংবার সংসদে থামিয়ে দিতে দেখা যায় চেয়ারম্যান পদে থাকা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে।

উল্লেখ্য, সংসদে রাষ্ট্রপতির ভাষণের নিরিখে ‘মোশন অফ থ্যাঙ্কস’-এ লোকসভায় বক্তব্য রাখেন কংগ্রেসের রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে। ৭ ফেব্রুয়ারি রাহুল গান্ধীর বক্তব্যের পর, ৮ ফেব্রুয়ারি বক্তব্য রাখেন মল্লিকার্জুন খার্গে। এরপর ৯ ফেব্রুয়ারি রাজ্যসভাতেও আদানি ইস্যুতে  ভাষণে বলা শুরু করেছিলেন মল্লিকার্দুন খার্গে। তবে তাঁকে, ভাষণের মাঝে বারবার আটকে দেন চেয়ারম্যান। এছাড়াও সংসদে বলা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গের ভাষণের কিছু অংশকে রেকর্ড থেকে বাদ রাখারও নির্দেশ যায়। ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মল্লিকার্জুন খার্গে। তিনি বলেন,' আমার মনে হয়না আমার ভাষণে গতকাল কোনও অসংসদীয় শব্দ ছিল, বা কোনও অভিযোগ ছিল। তাও আপনি (জগদীপ ধনখড়) কিছু শব্দ আমার ভাষণ থেকে বেছে নিয়েছেন। কোনও অসুবিধা থাকলে আপনি আমাকে বলতে পারতেন।' ('হার্ভার্ডে গবেষণা হোক কংগ্রেসের উত্থান ও পতন... ', নিশানায় রাহুল, ইয়র্কার মোদীর)

জানা গিয়েছে, রাহুল গান্ধীর বক্তব্যের ১৮ টি অংশ ছাঁটা হচ্ছে সংসদের রেকর্ড থেকে। যে বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন। রাহুল অভিযোগ করেন, আদানির উত্থানে হাত রয়েছে বিজেপির। এদিকে, তাঁর বক্তব্যে কাটছাঁটের বিষয়টি নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলে রাহুল বলেন,' প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের প্রশ্নের জবাব দেননি।' 

এদিকে, সংসদে তর্ক পাল্টা তর্কের মধ্যে প্রসঙ্গে উঠে আসে মল্লিকার্জুন খার্গের মাফলার প্রসঙ্গ। বৃহস্পতিবার মল্লিকার্জুন খার্গে যখন রাজ্যসভায় মোদী সরকারের বিরুদ্ধে আদানি ইস্যুতে তোপ দাগেন, তখনই পাল্টা পিযূষ গোয়েল বলেন,' বিরোধীদলের নেতা বারবার সেই সমস্ত বিষয়ে যৌথ সংসদীয় কমিটি(জেপিসি) র তদন্ত তাইছেন যে বিষয়গুলি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। বা সরকার সংক্রান্ত কোনও স্ক্যামে চাইছেন তদন্ত। খার্গেজি যে লুই ভুইতোঁ স্কার্ফ( নামী ব্র্যান্ডের মাফলার) পরে রয়েছেন, তাতেও কি জেপিসি বসিয়ে দেওয়া হবে, যাতে সেটির বিষয়েও খতিয়ে দেখা হয়? কোথা থেকে এই স্কার্ফ পেয়েছেন, কে তাঁকে এটা দিয়েছে, তার দাম কত? তাহলে বসানো হোক কমিটি।'

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

ঘরে বাইরে খবর

Latest News

'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আচোলনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.