বাংলা নিউজ > ঘরে বাইরে > Mallikarjun Kharge: ‘শশীকে বলেছিলাম সর্বসম্মত প্রার্থীর কথা’, কংগ্রেস সভাপতি পদের লড়াই নিয়ে মুখ খুললেন খড়গে

Mallikarjun Kharge: ‘শশীকে বলেছিলাম সর্বসম্মত প্রার্থীর কথা’, কংগ্রেস সভাপতি পদের লড়াই নিয়ে মুখ খুললেন খড়গে

মল্লিকার্জুন খড়গে (Hindustan Times)

খড়গে বলেন, ‘আমি কারও বিরোধিতা করার জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচনে অংশ নিইনি। দলকে শক্তিশালী করতেই আমার এই পদক্ষেপ।’

‘কাউকে হারানোর জন্য কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে লড়ছি না।’ নিজের প্রার্থীপদ নিয়ে মুখ খুললেন মল্লিকার্জুন খড়গে। পাশাপাশি তিনি এদিন দাবি করেন, ‘শশী থারুরকে আমি বলেছিলাম যে সর্বসম্মত একজন প্রার্থী হলেই ভালো।’ এদিন খড়গে বলেন, ‘আমি কারও বিরোধিতা করার জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচনে অংশ নিইনি। দলকে শক্তিশালী করতেই আমার এই পদক্ষেপ।’ উল্লেখ্য, সভাপতি পদে নির্বাচিত হলে জগজীবন রামের পর দ্বিতীয় দলিত হিসেবে কংগ্রেসের সর্বোচ্চ আসনে বসবেন খড়গে।

রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা খড়গে এদিন বলেন, ‘যেহেতু রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনে লড়তে চাননি, তাই আমার সিনিয়র সহকর্মীরা আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছিলেন। আমি কারও বিরুদ্ধে লড়াই করছি না। আমি কংগ্রেসের আদর্শের জন্য লড়াই করছি।’ তাঁর কথায়, ‘ডঃ শশী থারুর যে বদলের কথা বলছেন, তা কোনও একজন ব্যক্তি নেবেন না। সব প্রতিনিধি এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটি এই সিদ্ধান্ত নেবে।’

খড়গে আরও বলেন, ‘আমি মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে আমার নির্বাচনী প্রচার শুরু করছি। আমি সবসময় আমার আদর্শ এবং নীতির জন্য লড়াই করেছি এবং সংগ্রাম করেছি। আমি বেশ কয়েক বছর ধরে বিরোধী দলের নেতা, মন্ত্রী এবং বিধায়ক ছিলাম। এখন আবার সেই একই নীতি ও আদর্শকে এগিয়ে নিয়ে যেতে লড়াই করতে নেমেছি।’ এদিকে দীপেন্দ্র এস হুডা, গৌরব বল্লভ এবং সৈয়দ নাসির হুসেন খড়গের হয়ে প্রচার করবেন বলে নিজেদের দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন।

বন্ধ করুন
Live Score